পার্বত্য অঞ্চলের উন্নয়নে তিনজন এক সাথে বসে কাজ করবো ঃ বীর বাহাদুর

॥ নিজস্ব প্রতিবেদক ॥ পার্বত্য অঞ্চল থেকে দ্বিতীয় বারের মতো পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের পূর্ণমন্ত্রী পাওয়া পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন পাহাড়ের অবিসংবাদিত নেতা ও রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার ও খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। গত সোমবার বীর বাহাদুরের রাজনৈতিক গুরু হয়ে শীর্ষের বাড়ীতে ফুল নিয়ে গিয়ে শুভেচ্ছা জানাতে এতটুকুও দেরী করেনি পাহাড়ের অবিসংবাদিত নেতা দীপংকর তালুকদার।
তিন পার্বত্য জেলায় ১৯৯৬ সালের তিনটি আসনে নৌকার বিজয় হওয়ায় কল্পরঞ্জন চাকমাকে প্রথম পার্বত্য মন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন শেখ হাসিনা। ২০১৮ সালে এসে আবারো পাহাড়ের নৌকার বিজয়ে দ্বিতীয় বারের মতো বান্দরবান জেলার বীর বাহাদুরকে পার্বত্যমন্ত্রী দিতে পিছপা হয়নি শেখ হাসিনা। সেই আনন্দে পাহাড়ের মানুষ আজ একাকার হয়ে আছে। পার্বত্য এই তিন জেলায় উন্নয়নের শিখরে পৌছে দিতে দীর্ঘদিন পর পার্বত্য প্রতিমন্ত্রী থেকে পার্বত্যমন্ত্রী পাওয়া খুশী সকলেই।
শুভেচ্ছা জানাতে গিয়ে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, পার্বত্য মানুষের ভাগ্য উন্নয়নে আজ আমরা তিনটি সিট শেখ হাসিনাকে উপহার দিয়েছি। আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যাকে যোগ্য মনে করেছে তাকেই দায়িত্ব অর্পণ করেছে। আমরা সকলেই মিলে পার্বত্য অঞ্চলের উন্নয়নে কাজ করবো।
এই বীর বাহাদুর পার্বত্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিতে ছুটে গিয়ে দীপংকর তালুকদার বলেন, পাহাড়ের উন্নয়নে আমরা সকলেই এক হয়ে কাজ করবো। তিনজনই শেখ হাসিনার আস্থা ভাজন, নেত্রী বীরের হাতে দায়িত্ব দিয়েছে এই আমি মনে করি একজন যোগ্য নেতার হাতেই দায়িত্ব দিয়েছে। যাকে আমি রাজনৈতিক মঞ্চে নিয়ে এসেছি আমাদের নেত্রী আজ তাকে একটি বড়ো দায়িত্ব দিয়েছে। এতে আমার চাইতে বেশি খুশি আর কে হতে পারে। আমরা এক সাথে থেকে পার্বত্য মানুষের উন্নয়নে কাজ করবো।
পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং বলেন, আমি মনে করি পার্বত্য অঞ্চলের দায়িত্ব আমাদের তিন জনের। এই অঞ্চলের উন্নয়নে আমরা তিনজন এক সাথে মিলে মিশে কাজ করবো। আমার রাজনৈতিক গুরু আমাদের দাদা কাজ থেকে আমি অনেক কাজ শিখেছি। তিনি পাশে আছেন বলেই আমি আজ এতো দুর এগুতে পেরেছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের জননেত্রী আমাকে দায়িত্ব দিয়েছে ঠিকই কিন্তু এই দায়িত্ব একা পালন করতে পারবো না। এই দায়িত্ব পালন করতে আমার দুজন বড় ভাইকে আমার পাশে সব সময় থাকতে হবে। তিনি বলেন, আমরা তিনজনই মিলে পার্বত্য অঞ্চলের উন্নয়নে পাহাড়ের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে কাজ করবো।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930