রাঙ্গামাটিতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মাতৃভাষার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল

॥ নিজস্ব প্রতিবেদক ॥ ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার উদ্যোগে নিজস্ব মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে মাতৃভাষার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার (২১ ফেব্রুয়ারী) সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটির উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক এ কে এম মাকছুদ আহম্মেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আসহাদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফিল্ড সুপারভাইজার মোঃ জয়নাল আবেদীন। ভাষা শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন, রাঙ্গামাটি সদর রুপনগর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মিরাজুল ইসলাম।
উল্লেখ্য, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১২টা ১মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯টায় জেলাসহ সকল উপজেলায় খতমে কুরআন, সকাল ১০টায় সকল উপজেলায় আলোচনা সভা এবং বাদে যোহর জেলার সকল মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30