রাঙ্গামাটিতে জমকালো আয়োজনে দৈনিক সময়ে আলোর ৫ম বর্ষপুর্তি উদযাপন দৈনিক সময়ের আলো প্রতিষ্ঠালগ্ন থেকে সর্বক্ষেত্রে সংবাদ তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে —-মোঃ শহীদুজ্জামান মহসীন রোমান পাঁচ বছরে সময়ের আলো সব মানুষের প্রিয় সংবাদপত্র হয়ে উঠেছে —–এ কে এম মকছুদ আহমেদ

॥ নিজস্ব প্রতিবেদক ॥ দেশের জাতীয় দৈনিক সময়ের আলো প্রতিষ্ঠালগ্ন থেকে পাহাড়ের অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিকসহ সর্বক্ষেত্রে সংবাদ তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসীন রোমান। তিনি বলেন, একটি দৈনিক পত্রিকাকে প্রতিদিনই পাঠকের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখতে হয়। সেই ক্ষেত্রে পার্বত্য অঞ্চলের কৃষি, যোগাযোগ, উন্নয়ন সাফল্য ও সম্ভাবনাকে প্রতিনিয়ত তুলে ধরছে দৈনিক সময়ে আলো। আর এই কারণে ক্রমেই বিস্তৃত হচ্ছে তার পরিধি। অর্জন করেছে জনগণের আস্থা। আমরা বিশ্বাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘সোনার বাংলাদেশ’ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে গণমানুষের কণ্ঠস্বর হিসেবে এগিয়ে যাবে দৈনিক সময়ের আলো।
শনিবার (২ মার্চ) রাঙ্গামাটি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে দেশের জাতীয় দৈনিক সময়ের আলো পঞ্চম বর্ষে পর্দাপর্ণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দৈনিক আমাদের সময়’র জেলা প্রতিনিধি বিহারী চাকমার সঞ্চালনায় দৈনিক সময়ের আলোর রাঙ্গামাটি প্রতিনিধি মোহাম্মদ ইলিয়াস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহামেদ, প্রেস ক্লাবের সহ সভাপতি অলি আহমেদ, প্রেস ক্লারের সদস্য ও জি টিভি’র প্রতিনিধি মিল্টন বাহাদুর, প্রেস ক্লারের সদস্য ও ৭১টিভির রাঙ্গামাটি প্রতিনিধি উচিংছা রাখাইন প্রমুখ। এছাড়া প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার নের্তৃবৃন্দ বর্ণাঢ্য এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহামেদ বলেন, একটি প্রতিষ্ঠানের জন্য পাঁচ বছর খুব বেশি সময় নয়। এই পথচলা একেবারে মসৃণ ছিল না। তবে পাঁচ বছরে সময়ের আলো সব মানুষের প্রিয় সংবাদপত্র হয়ে উঠেছে। পাঁচ বছরের পথ পরিক্রমায় সাংবাদিক ও কর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় দৈনিক সময়ের আলো সংবাদপত্রটি দুর্গম পথ পার হয়ে এসেছে। পথ পরিক্রমায় আরও অনেক দূর এগিয়ে যেতে হবে। নতুন আরেকটি বর্ষে পদার্পণের মুহূর্তে আমাদের বিশ^াস আগামীতেও সব ক্ষেত্রে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও সাহসী ভূমিকা রাখবে দৈনিক সময়ের আলো।
এর আগে শহরে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি প্রেসক্লাব থেকে পুলিশ সুপারের বাংলোর সম্মুখস্থ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে সমাপ্ত হয়।

পার্বত্য অঞ্চলের প্রখ্যাত সাংবাদিক মরহুম একেএম মকছুদ আহমেদের স্বরণে নাগরিক শোকসভা :  পার্বত্য অঞ্চলের সাংবাদিকতার জীবন্ত কিংবদন্তি প্রবীন সাংবাদিককে মরনোত্তর রাষ্ট্রীয় পদকে ভুষিত করার দাবী

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031