চট্টগ্রামের ছয় শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি বাতিলের নির্দেশ

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডকে শিক্ষা মন্ত্রণালয় কতৃক নির্দেশ দেওয়া হয়েছে, নিয়ম ভেঙে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের দায়ে চট্টগ্রামের ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি বাতিলের ব্যবস্থা নিতে।

চিটাগাং আইডিয়াল হাই স্কুল, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো মেরন সান স্কুল অ্যান্ড কলেজ, মেরিট বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ, ন্যাশনাল ইংলিশ স্কুল, বাংলাদেশ এলিমেন্টরি স্কুল এবং মির্জা আহম্মেদ ইস্পাহানি উচ্চবিদ্যালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এ নির্দেশ দেওয়া হয়।

ভর্তি নীতিমালার চেয়ে অতিরিক্ত অর্থ  নেওয়ার জন্য আরও পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি কেন বাতিল করা হবে না, তার ব্যাখ্যা প্রদানের ব্যবস্থা নিতেও বোর্ড চেয়ারম্যানকে নির্দেশ প্রদান করা হয়েছে।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031