রাঙ্গামাটি জেলায় সকল সড়ক ও নৌপথে পরিবহন ধর্মঘট চলছে

রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটির বিভিন্ন সড়কে চাঁদাবাজী, ডাকাতি বন্ধ করে নিরাপত্তার দাবীতে রবিবার (৭ মে) রাঙ্গামাটি জেলার সকল সড়কে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে। রাঙ্গামাটি জেলা সড়ক ও নৌযান মালিক শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দ শুক্রবার এই ধর্মঘটের ডাক দেয়।
ধর্মঘটের কারণে রাঙ্গামাটির সঙ্গে দূরপাল্লার রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। নৌ পথে ছেড়ে যায়নি কোন লঞ্চ। শহরের অভ্যন্তরীন রুটে অটোরিক্সা চলাচলও বন্ধ রয়েছে। ফলে শহরবাসী ও দুরের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে।
পরিবহন মালিক শ্রমিকদের অভিযোগ রাঙ্গামাটির বিভিন্ন সড়কে এবং পানি পথে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী গোষ্ঠীদের হাতে পরিবহনের চালক ও শ্রমিকদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। হত্যা, গুমসহ প্রতিনিয়ত চাঁদাবাজী ডাকাতিসহ বিভিন্ন ভাবে হয়রানীর শিকার  হতে হচ্ছে তাদের। রাঙ্গামাটি চট্টগাম সড়কসহ জেলার অভ্যন্তরীন সড়ক ও নৌপথে এ সব সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে নিরাপত্তা দেয়া না দেয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবহন সংগঠনগুলো।
রাঙ্গামাটি ট্রাক শ্রমিককল্যাণ সমিতির মো. রুহুল আমিন বলেন, আজ রোববার জেলায় সড়ক ও নৌপথে সবকটি রুটে পরিবহন ধর্মঘট পালন করা হচ্ছে। এর পরেও প্রয়োজনীয় কোনো উদ্যোগ নেয়া না হলে পরবর্তীতে অনির্দিষ্টকালের কর্মসূচি দিতে বাধ্য হবে।
রাঙ্গামাটি যানবাহন মালিক ও শ্রমিক নেতারা বলেন, পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের চাঁদাবাজি, ডাকাতি, অপহরণ ও গুমসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডে জানমালের ঝুঁকি নিয়ে সবকটি রুটে যানবাহন চালাতে হয়। সর্বশেষ ৩ মে রাতে রাঙ্গামাটি-চট্টগ্রাম প্রধান সড়কের সাপছড়ি এলাকায় বাস, মিনিবাসসহ ১০-১২ যানবাহন থামিয়ে চালক-শ্রমিকদের মারধর করে তাদের কাছ থেকে টাকা ও মালামাল লুট করে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা। কিন্তু নিরাপত্তার জন্য প্রশাসনের কোনো পদক্ষেপ নেই।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031