সরকারের সদিচ্ছার কারণেই পার্বত্য এলাকার ব্যাপক উন্নয়ন হচ্ছে…..পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর

॥রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান॥ বান্দরবানে বিভিন্ন উন্নয়ন মুলক কাজের উদ্বোধন করা হয়েছে। গতশুক্রবার বিকাল সাড়ে ৪টায় বান্দরবান সদরের সুয়ালক ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়ন মুলক কাজের উদ্বোধন করেন।
এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে সুয়ালক আমতলী পাড়া হতে মুরুং পাড়া পর্যন্ত দুই কিলোমিটার এইচবিবি রাস্তা ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ১৫ লক্ষ টাকা ব্যায়ে লামা-সুয়ালক রাস্তা হতে আমতলী মার্মা পাড়া পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
এসময় প্রতিমন্ত্রীর সাথে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, অতিরিক্ত পুলিশ সুপার মো:কামরুজামান,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো: আব্দুল আজিজ,পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু র্মামা, বান্দরবান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশীলসহ সুয়ালক আমতলী পাড়ার বাসিন্দরা।
অনুষ্টানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, সরকারের সদিচ্ছার কারণেই পার্বত্য এলাকার ব্যাপক উন্নয়ন হচ্ছে । পার্বত্য এলাকার প্রত্যান্ত গ্রামগুলোতে স্কুল কলেজসহ বিভিন্ন প্রতিষ্টান নির্মাণ করা হচ্ছে ,আর সড়ক যোগাযোগ বৃদ্ধি করে জীবনমান উন্নয়নে বিভিন্ন দুর্গম পাড়াতে রাস্তা নির্মাণ করে জনগণের দোড়গৌড়ায় সেবা পৌছাঁনোর ব্যবস্তা করা হচ্ছে। এসময় প্রতিমন্ত্রী বীর বাহাদুর সরকারের সাফল্যের ধারা অব্যাহত রাখতে জনসাধারণকে সহযোগিতা করার আহবান জানান এবং নিজ নিজ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর রাখার জন্য অনুরোধ জানান।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930