রামগড়ে বিজিবি-বিএসএফ সৌজন্য বৈঠক

॥ রামগড় সংবাদদাতা ॥ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সু-সম্পর্ক ও পারস্পরিক সহযোগীতা আরও বৃদ্ধির লক্ষে খাগড়াছড়ির রামগড় পৌরসভা সম্মেলন কক্ষে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বৈঠকে বিজিবি ৯ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চট্টগ্রাম সাউথ ইস্ট রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ আল মামুন পিএসসি এবং বিএসএফ ৮ সদস্যের দলের নেতৃত্ব দেন ত্রিপুরার ফন্টিয়ার হেডকোয়াটার আইজি এস আর ওজা, আইপিএস।
বৈঠকে বিজিবি অপর কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আবদুল্লাহ আল মামুন পিএসসি, খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ মোয়াজ্জেম হোসেন, রামগড় ৪৩ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল এম জাহদিুর রশিদ পিএসসি, চট্টগ্রাম সাউথ ইস্ট অফিসার লে. কর্ণেল এআরএম নাছিরুদ্দিন একরাম, গুইমারা বিজিবি হাসপাতাল স্টাফ অফিসার লে. কর্ণেল মোঃ আবদুল ওয়াহাব, রামগড় ৪৩ বিজিবি উপ-অধিনায়ক মেজর হুমায়ুন কবির, ৪০ বিজিবি স্টাফ অফিসার জিয়াউল হোসাইন এবং বিএসএফ কর্মকর্তাদের মধ্যে ত্রিপুরা ফন্টিয়ার হেডকোয়াটার ডিআইজি (অপারেশন) দীনেশ কুমার বোরা, ত্রিপুরা ফন্টিয়ার হোডকোয়াটারের ডিআইজি (জি) মৃত্যুঞ্জয় কুমার, উদয়পুর হেডকোয়াটার ডিআইজি চন্দ্র প্রকাশ সাক্সইনা, ৫১ বিএসএফ অধিনায়ক জিদাই লাল মীনা, পানি সাগর সেক্টর ডিসি (জি) সৌরভ শ্রীভাস্তাবা, উদয়পুর সেক্টর হেডকোয়াটার ডিসি (জি) হৃশী কুমার, ত্রিপুরা পন্টিয়ারের ডিসি সাতেন্দার সিং ।
এর আগে সকাল সাড়ে ১০টায় বিএসএফ কর্মকর্তাগণ রামগড় থানাঘাটে ফেনী নদী অতিক্রম করলে বিজিবির পক্ষথেকে শুভেচ্ছা জানানো হয়। পরে দুই দেশের সীমান্তবাহিনীর বৈঠক শেষে রামগড় বিজিবি স্মৃতিসৌধে দুই দেশের কর্মকর্তাগণ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে প্রীতিভোজ শেষে রামগড় থানা হয়ে সীমান্ত অতিক্রম করেন।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031