(বনপা)এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত আইসিটি আইনের ৩২ ধারা বাতিলের দাবীতে মানববন্ধন : আমরা গুপ্তচর নই,সাংবাদিক

আমরা গুপ্তচর নই,সাংবাদিক : ‘বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশান'(বনপা)এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত আইসিটি আইনের ৩২ ধারা বাতিলের দাবীতে মানববন্ধনে বনপা’র সভাপতি ও বিষেরবাঁশীডটকম এর সম্পাদক সুভাষ সাহা বলেন,’আমরা গুপ্তচর নই,সাংবাদিক। মুক্তচিন্তার সাংবাদিকতার প্রতিবন্ধক ৫৭ ধারা সরকার বাতিল করে আবার অন্য মোড়কে ৩২ ধারা সংযুক্ত করায় দেশজুড়ে সমালোচনার মুখে সরকার। আমরাও বিশ্বাস করি ৩২ ধারার ফলে শুধুমাত্র দুর্নীতিবাজরাই উপকৃত হবেন। অনুসন্ধানী সাংবাদিকতার পথ রুদ্ধ করা হলে জনসাধারণ বা সরকারের কোন লাভ হবে না। একটি দুষ্ট চক্র পরিকল্পিতভাবে সরকারকে দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করতে সচেষ্ট। দুর্নীতির সঠিক তথ্য প্রকাশ করলে সাংবাদিকরা ৩২ ধারায় গুপ্তচরের দোষে সাজা ভোগ করবেন এধরনের আইন সভ্য সমাজে মেনে নেয়া যায় না। সরকারের আস্থাভাজন কিছু দালাল সাংবাদিক নেতাও নাকি এ ব্যাপারে সরকারকে উৎসাহ দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, ১১তম জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া যখন বইতে শুরু করেছে ঠিক এমুহূর্তে ৩২ ধারার মতো আরেকটি নিবর্তনমূলক আইন গণহারে চাপিয়ে দেয়া মোটেও শুভ লক্ষণ নয়। আমরা বিশ্বাস করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি পুনর্বিবেচনা করবেন।’ ৩ ফেব্রুয়ারি শনিবার ১১ টায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এ ধরনের বিতর্কিত আইন সংসদে পাস না করার জোর দাবী জানান। কবীর হোসেন লিঞ্জুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,বনপা’র সেক্রেটারি এএইচ এম তারেক চৌধুরী,শেখ ফয়েজ আহমেদ,জাহাঙ্গীর হোসেন,এস এ এম সাগর,আঃরাজ্জাক ভূঁইয়া আল মুরাদ,কাজী কবীর,জোহরা পারভিন,বেলায়েত হোসেন প্রমুখ।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031