লামায় র‌্যাব ও সেনাবাহিনী যৌথ অভিযানে ২৫ টি অস্ত্র ও গুলিসহ ৪জন আটক

॥ এস.কে খগেশপ্রতিচন্দ্র খোকন,লামা ॥ ফুল ঝাড়ুর বান্ডিলের ভিতরে অস্ত্র রেখে পাচার করার সময় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দূর্গম রোয়াজা পাড়ায় গত বৃহস্প্রতিবার সন্ধায় সেনাবাহিনী ও র‌্যাব-৭ এর অভিযান চালিয়ে ২৫টি দেশীয় তৈরি অস্ত্র ও ২ হাজার ২৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ সময় র ্যাব ও সেনাবাহিনী ৪ জনকে আটক করে। ১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধা হতে গভীর রাত পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) এর লেঃ কমান্ডার আশেকুর রহমান ।
আটককৃতরা হল, চাইনুং মারমা (৩৬) পিতা- মংচিহ্লা মার্মা, তুইসা মং (৩৬), পিতা- উছা মার্মা, মিফং মার্মা (৪১) পিতা- মৃত চিংফুয়াং মার্মা ও এক্য মার্মা (৪০) পিতা- ছাহ্লাচিং মার্মা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ত্রিশডেবা বড় মার্মা পাড়া এলাকার বাসিন্দা।
অভিযানে অংশে নেওয়া র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক সাহেদা সুলতানা(এএসপি) শুক্রবার বলেন, দীর্ঘদিন যাবত লামা উপজেলার দূর্গম বনফুর ও রোয়াজা পাড়া এলাকায় খুন, ডাকাতি, চাঁদাবাজি, মাদক চোরাচালান, মানুষ অপহরণ ও মানুষ আটক করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড ঘটে আসছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এ এলাকাটিতে ব্যাপক গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। দীর্ঘদিনের নিবিড় পর্যবেক্ষন বান্দরবান জেলার লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের বনপুর রাজাপাড়াস্থ দূর্গম পাহাড়ী এলাকায় সংঘবদ্ধ একটি অস্ত্র ব্যবসায়ী অস্ত্রপাচারের উদ্দেশ্যে বিপুল পরিমান অবৈধ অস্ত্র ও গুলি নিয়ে ফুল ঝাড়ুর ভিতরে করে অবস্থান করছে। এমন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে গত ১৫ ফেব্রুয়ারি বৃহস্প্রতিবার সন্ধায় সেনাবাহিনীর আলীকদম জোন ও র‌্যাব-৭, চট্টগ্রাম যৌথ অভিযান পরিচালনা করে ২৫টি অস্ত্র (১৪টি এসবিবিএল এবং ১১ টি ওয়ানশুটার গান) ও ২ হাজার ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ফুলের ঝাড়ুর বিতরে বান্ডিলে করে পাচার করার সময় হাতেনতে ৪ ব্যাক্তিকে আটক করা হয়।
এ ব্যাপারে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন বলেন, চট্রগ্রাম র ্যাব-৭ এর একটি টিম ও সেবাহিনীর আলীকদম জোনের নেতৃত্বে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ের ১নং ওয়ার্ডের রোয়াজা পাড়ায় গত বৃহস্প্রতিবার সন্ধায় অভিযান চালিয়ে অনেক অস্ত্র ও গুলি উদ্ধারসহ ৪জনকে আটক করে। র ্যাব শুক্রবার সন্ধায় থানায় উদ্ধারকৃত অস্ত্র ও আটককৃতদের নিয়ে আসে। মামলার প্রস্তুতি চলছে।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031