রাঙ্গামাটিতে মাসব্যাপী তাঁত বস্ত্র ও হস্তশিল্প মেলা শুরু পাট চাষীদের সুদমুক্ত ঋণ প্রদান করা হবে—বৃষ কেতু চাকমা

রাঙ্গামাটিতে মাসব্যাপী তাঁত বস্ত্র ও হস্তশিল্প মেলা শুরু
পাট চাষীদের সুদমুক্ত ঋণ প্রদান করা হবে—বৃষ কেতু চাকমা
॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, সোনালী আঁশ পাটের ঐতিহ্য ফিরে আনতে পরিষদ হতে পাট চাষীদের সুদমুক্ত ঋণ প্রদান করা হবে। তিনি বলেন, এক সময় পাটকে আমাদের দেশের সোনালী আঁশ বলা হতো কিন্তু সঠিক মূল্য না পাওয়ায় কৃষকরা পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছে। এর ফলে দেশে পলিথিন এর ব্যবহার দিন দিন যেমন বেড়েছে তেমনী চাষীরা তামাক চাষে উৎসাহিত হচ্ছে। এই অপচনশীল পলিথিন ও তামাক চাষের ফলে প্রতিনিয়তই পরিবেশের ক্ষতি সাধন হচ্ছে। তিনি তামাক চাষে নিরুৎসাহিত করে পাট চাষে চাষীদের উদ্বুদ্ধ করতে কৃষি বিভাগকে উদ্দ্যেগ গ্রহনের পরামর্শ দেন। তিনি পাটজাতীয় পণ্য ব্যবহারে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
রবিবার (১২মার্চ) বিকেলে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় ও রাঙ্গামাটি উদ্যেক্তা উন্নয়ন পরিষদের আয়োজনে জিমনেসিয়াম মাঠে আয়োজিত মাসব্যপী তাঁত বস্ত্র ও হস্তশিল্প মেলার উদ্ধোধনী বক্তব্যে চেয়ারম্যান এ কথা বলেন।
উদ্ধোধন শেষে অতিথিরা মেলায় বসানো স্টলগুলো পরিদর্শন করেন। মাসব্যাপী এ মেলায় পাটজাতীয় পণ্যসামগ্রী, টেক্সটাইল, হস্তশিল্প’সহ বিভিন্ন প্রকারের মালামাল নিয়ে মোট ৫০টি স্টল বসে।
অনুষ্ঠানে পার্বত চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য মোঃ শাহজাহান মোল্লা, বিআইডিডি’র চেয়ারম্যান সুব্রত রাহা ও আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা বক্তব্য দেন।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031