মুক্তিযুদ্ধে শহীদ নাজিম উদ্দিন খানের অবদান চির স্মরণীয় হয়ে থাকবে : কমান্ডার এনামুল হক চৌধুরী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি মোঃ ইব্রাহিম জি এস শহিদ আবদুল রব পরিষদের এজিএস রাউজান মুজিব বাহিনীর প্রধান সাবেক ছাত্রলীগ নেতা শহীদ নাজিম উদ্দিন খানের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৮ ডিসেম্বর শনিবার রাউজান শহীদ নাজিম উদ্দিন স্মৃতি সংসদের উদ্যোগে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার রাউজান কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি তোফায়েল আহমদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এম এনামুল হক চৌধুরী।
এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য ও জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সভাপতি বখতেয়ার উদ্দিন খান, মুক্তিযোদ্ধা আবছার তালুকদার, মুক্তিযোদ্ধা ফজল বারী, মুক্তিযোদ্ধা মো. হারুন। এতে আরো উপস্থিত ছিলেন আলী আজগর কমু, মো. আবদুল্লাহ, বদরুল আলম, কাতার আওয়ামী লীগ নেতা মহসীন খান, যুবনেতা আ স ম ইয়াছিন মাহমুদ, ছাত্রনেতা রিয়াজুল করিম, শ্রমিক নেতা নিয়াজ আহমদ, মহিউদ্দীন কবির, জাহাঙ্গীর আলম, মো. জাবেদ, মো. হাসান, মিজান চৌধুরী, নুর ইয়াছিন চৌধুরী, আকবরশাহ শ্রমিক লীগের মো. রবিউল ইসলাম, জাহাঙ্গীর প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ নাজিম উদ্দিন খান এর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর অবদান জাতি কোন দিন ভুলবেনা। সভায় আগত অতিথিবৃন্দ শহীদ নাজিম উদ্দিনের নামে রাউজান সর্ত্তা ব্রিজকে শহীদ মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন ব্রিজ নামে নামকরণের জন্য সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নিকট দাবি জানান। এবং তাঁর সমাধিস্থলকে স্মৃতিসৌধ ও সৌন্দর্য বর্ধন করায় চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালামকে ধন্যবাদ জানান। এবং আগামী ১০ ডিসেম্বর চট্টগ্রামস্থ জেলা পরিষদ মিলনায়তনে বিকাল ৩টায় শহীদ নাজিম উদ্দিন স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সকলকে উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পার্বত্য অঞ্চলের প্রখ্যাত সাংবাদিক মরহুম একেএম মকছুদ আহমেদের স্বরণে নাগরিক শোকসভা :  পার্বত্য অঞ্চলের সাংবাদিকতার জীবন্ত কিংবদন্তি প্রবীন সাংবাদিককে মরনোত্তর রাষ্ট্রীয় পদকে ভুষিত করার দাবী

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031