যুব সমাজকে যুব শক্তিতে পরিণত করে দেশকে উন্নত ও সমৃদ্ধ করতে হবে — নওফেল এম.পি

যুব সমাজকে যুব শক্তিতে পরিণত করে দেশকে উন্নত ও সমৃদ্ধ করতে হবে। দেশে যে চলমান অর্থনৈতিক জোন হচ্ছে সেগুলো বাস্তবায়ন হলে দেশের বৃহৎ যুব গোষ্ঠির কর্মসংস্থান সৃষ্টি হবে। যুব সমাজ যখন দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। তখনই দেশ নির্দিষ্ট সময়ে আগে আগে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ ১০০ বছরে ডেল্টাপ্ল্যান এর স্বপ্ন দেখছে। আগামী তিন প্রজন্মের জন্য নেতৃত্ব বাছায়ের কাজ চলছে শুধু সংগঠনের নেতৃত্বে নয় দেশকে এগিয়ে নেবার জন্যও তরুণ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। সদ্য সমাপ্ত একাদশ জাতীয় নির্বাচনে যুবলীগের নেতাকর্মীদের নিরলস পরিশ্রমে নৌকার বিজয় আরো বেগবান হয়েছে। যুবলীগের নেতাকর্মীরা ধন্যাবাদ পেতেই পারে। বিশেষ করে যুবলীগের নেতাকর্মীদের দিয়ে কেন্দ্র ভিত্তিক কমিটি একটি প্রশংসনীয় উদ্যোগ। আগামী দিনে যুবলীগের মধ্যে থেকে যোগ্য নেতাকর্মীরাই আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। উপরোক্ত বক্তব্যগুলো মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি গতকাল চশমা হিলস্থ নিজ বাসভবনে চট্টগ্রাম মহানগর যুবলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মো: মহিউদ্দিন বাচ্চু’র সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা’র সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যাদের মধ্যে চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার, মাহবুবুল হক সুমন। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য এড. আনোয়ার হোসেন আজাদ, এড. আরশাদ হোসেন, সাইফুল ইসলাম, একরাম হোসেন, আঞ্জুমান আরা আঞ্জু, মাহাবুব আলম আজাদ, সাখাওয়াত হোসেন স্বপন, মাসুদ রেজা, আবু সাঈদ জন, হেলাল উদ্দিন, হাবিব উল্ল্যাহ নাহিদ, নুরুল আনোয়ার, আব্দুর রাজ্জাক দুলাল, সাবের আহম্মদ, আহসাব রসুল জাহেদ, প্রবীর দাশ তপু, মঈনুল ইসলাম রাজু, খোকন চন্দ্র তাঁতী, আবু বক্কর চৌধুরী, রতন মল্লিক, শেখ নাছির আহাম্মদ, নাজমুল হাসান সাইফুল, সনত বড়–য়া, আবু বক্কর ছিদ্দিক, দেলোয়ার হোসেন দেলু, আজিজ উদ্দিন চৌধুরী, আলী হোসেন, সাহেদুল ইসলাম সাহেদ, আব্দুল হাই, কাজল প্রিয় বড়–য়া, আফতাব উদ্দিন রুবেল, আলাউদ্দিন আলো, হোসেন সরোয়ার্দী সরোয়ার, সাখাওয়াত হোসেন সাকু, নঈম উদ্দিন খান, আসিফ মাহমুদ, ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে দেলোয়ার হোসেন বাবুল, তারেক ইমতিয়াজ ইমতু, মানিক বিশ্বাস, মঈনুলি ইসলাম, নজরুল ইসলাম, সালাউদ্দিন, সাজু বিশ্বাস, শওকত আলী প্রমুখ।

পার্বত্য অঞ্চলের প্রখ্যাত সাংবাদিক মরহুম একেএম মকছুদ আহমেদের স্বরণে নাগরিক শোকসভা :  পার্বত্য অঞ্চলের সাংবাদিকতার জীবন্ত কিংবদন্তি প্রবীন সাংবাদিককে মরনোত্তর রাষ্ট্রীয় পদকে ভুষিত করার দাবী

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031