চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে হোম কোয়ারেন্টিন নিশ্চিতসহ বাজার মনিটরিং ঃ জরিমানা

চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট জনাব মোহাম্মদ ইলিয়াস হোসেনের নির্দেশে বিদেশ ফেরতদের ১৪ দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিন নিশ্চিতকরণ, বাজার মনিটরিং, অপ্রয়োজনীয় জনসমাগম প্রতিরোধকল্পে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেসী টিম। আজ ০২ এপ্রিল ২০২০ ইং বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর ডবলমুরিং, বন্দর ও ইপিজেড এলাকায় বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬টি দোকানকে ২৩ হাজার ৫’শ টাকা জরিমানা করেন পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এহসান মুরাদ। অভিযানে মূল্য তালিকা না টাঙিয়ে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে আগ্রাবাদ এলাকার কর্ণফুলী মার্কেটের তিনটি মুদির দোকানকে ১০ হাজার ২’শ টাকা, বন্দরের পোর্ট সিটি মার্কেটের একটি মুদি দোকানকে ১০ হাজার টাকা, লোকজন ভিড় করে ব্যবসা পরিচালনার দায়ে মুহুরী পাড়া এলাকার একটি চা দোকানকে ৩ হাজার টাকা ও একটি মুরগীর দোকানকে ৫’শ টাকা জরিমানা করা হয়। একই সাথে জরুরী প্রয়োজন ব্যতীত জনসাধারণের নিজ গৃহে অবস্থান করার অনুরোধসহ সামাজিক দূরত্ব মেনে কেনাকাটা করার অনুরোধ করেন তিনি। সেনা বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
এ দিকে নগরীর চান্দগাঁও, পাঁচলাইশ, খুলশী ও বাকয়িা এলাকায় পাহাড়তলী এলাকায় করোনা ভাইরাসজনিত প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে বাধ্যতামূলক হোম কোয়ারান্টাইন নিশ্চিতকরণ,বাজার মনিটরিং ও সেনা বাহিনীকে আইনানুগ নির্দেশনা প্রদানের উদ্দেশ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুস সামাদ। অভিযানকালে বিভিন্ন বাজার পরিদর্শন ও মাইকিংয়ের মাধ্যমে সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে নগরবাসীকে সচেতন করা হয়। বেশ কিছু দোকানের সামনে সামাজিক দূরত্ব নিশ্চিত করণে রং দ্বারা চিহ্নিত করে সেটা মানার পরামর্শ দেয়া হয়।
নগরীর চকবাজার, বায়েজিদ, সদরঘাট ও কোতোয়ালী এলাকায়হোম কোয়ারান্টাইন নিশ্চিতকরণ,বাজার মনিটরিং ও সেনা বাহিনীকে আইনানুগ নির্দেশনা প্রদানের উদ্দেশ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা শারমীন। এসময় প্রয়োজন ছাড়া মানুষজনকে বাসার বাইরে অবস্থান না করর অনুরোধ করেন তিনি।
এছাড়া নগরীর হালিশহর, পাহাড়তলী ও আকবর শাহ এলাকায় করোনাভাইরাসজনিত প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিন নিশ্চিতকরণ, বাজার মনিটরিংয়ে যান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু বকর সিদ্দিক। এ সময় মাইকিংয়ের মাধ্যমে সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে নগরবাসীকে সচেতন করা হয়।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031