নগরীর বাকলিয়ার হাফেজ নগরে হাইজিন কিট বিতরণ করলেন চট্টগ্রাম সিভিল সার্জন

কোভিড-১৯ প্রতিরোধে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন তুলাতলী এলাকার হাফেজ নগর ও তক্তার পুল এলাকার হতদরিদ্র, গার্মেন্টস শ্রমিক, দিনমজুর, রিক্সা শ্রমিক, কাজের বুয়া, প্রতিবন্ধী ও পাঁচ বছরের নিচে শিশু আছে এমন ৯০টি পরিবারের মাঝে হাইজিন কিট বিতরণ করা হয়েছে। ১৫ মে ২০২০ ইং শুক্রবার সকাল ১১টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এপি চট্টগ্রাম আর্বান (কর্ণফুলী মেট্টো) আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাইজিন কিট বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র এপি ম্যানেজার রবার্ট কমল সরকারের সভাপতিত্বে অনুষ্টিত অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য তত্তা¡বধায়ক সুজন বড়–য়া, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র প্রোগ্রাম অফিসার খ্রীষ্টপার কুইয়া, শিশু সুরক্ষা অফিসার অশেষ রেমা ও জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমীন আক্তার। পরিবার প্রতি বিতরণকৃত হাইজিন কিট সামগ্রীর মধ্যে ছিল- গোসল করার সাবান ১০ পিস, নাক ও মুখ ঢাকার মাস্ক ৫০ পিস, ব্লিচিং পাউডার ১ কেজি, কাপড় কাচার গুড়া সাবান ১ কেজি, স্যানিটারী প্যাড ৪ প্যাকেট ও প্লাস্টিকের মগ ১টি।
হাইজিন কিট বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনা একটি ঘাতক মহামারী। এ ভাইরাস থেকে রক্ষা পেতে হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সাবান ও পানি দিয়ে ঘনঘন পুরো হাত ধোয়ার পাশাপাশি অ্যালকোহলমুক্ত স্যানিটাইজার দিয়ে তালুসহ হাত পরিস্কার রাখতে হবে। হাঁচি বা কাশি দেওয়ার সময় হাতের কনুইয়ের ভাঁজে বা টিস্যু দিয়ে নাক ঢাকতে হবে। ব্যবহৃত টিস্যুটি দ্রুত বন্ধ বিনে ফেলতে হবে। জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। করোনা থেকে বাঁচতে হলে পরিস্কার-পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031