কাপ্তাইয়ে “চিরকুট ” পরিবারের ভালোবাসার উপহার পেল ৭০ পরিবার

কাপ্তাই প্রতিনিধি : বিশ্ব মহামারি কোভিট-১৯ করোনা ভাইরাস সংক্রমন মোকাবেলা করতে অসহায় হয়ে পড়েছে খেটে খাওয়া হতদরিদ্র মানুষগুলো। শুধু হতদরিদ্র নয় দীর্ঘ দুইমাসের অধিক সময়ে লগডাউনে কর্মহীন হয়ে পড়েছে অনেক মধ্যবিত্ত পরিবার।চক্ষুলজ্জায় কাউকে বলতে না পেরে অসহায়ভাবে জীবনযাপন করছে মানুষগুলো। রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় সেইরকম নিম্মবিত্ত, মধ্যবিত্ত সহ প্রায় ৭০ টি পরিবারের মাঝে সেচ্ছাসেবী সংগঠন “চিরকুট” পৌঁছে দিয়ে খাদ্যদ্রব্যসামগ্রী। শুধু তাই নয় তৎমধ্যে পবিত্র ঈদ উপলক্ষে অধিকাংশ পরিবারকে তারা পৌঁছে দিয়েছে ঈদসামগ্রী এবং সেই সাথে তিনজন মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে উক্ত সংগঠনের পক্ষ হতে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সেচ্ছাসেবী সংগঠন চিরকুটের এডমিন মোঃ রাসেল জানান, করোনা ভাইরাসের প্রকোপে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করা অসহায় পরিবারগুলোর কস্ট তিনি উপলব্ধি করেন এবং চিন্তা করেন কিভাবে তাদের সাহায্য করা যায়। যেই চিন্তা সেই কাজ। তিনি এবং তাঁর ঘনিষ্ট বন্ধু ফাহাদ, রুবেল, অপু সহ তাদের ব্যক্তিগত আর্থিক সহায়তা নিয়ে নেমে পড়েন অসহায় পরিবারগুলোর সাহায্যার্থে এবং গড়ে তুলেন চিরকুট সংগঠন। যেই সংগঠন থেকে কাপ্তাই উপজেলায় এই পর্যন্ত ৭০ টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য পৌঁছানো হয়েছে। অনেক অসহায় পরিবার যারা খুব কস্টে দিন পার করছে এমন তথ্য পেলে তাদের নিকট চিরকুট পরিবার থেকে পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী। চিরকুট সংগঠনের এডমিন মোঃ রাসেল আরো বলেন সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে প্রতিনিয়ত তারা কাজ করতে চান। দেশের এই সংকটকালীন মুহুর্তে বিত্তবানদের প্রতি আহবান জানিয়ে বলেন যার যতটুকু সাধ্য অনুযায়ী যেন সবাই অসহায় পরিবার গুলোর পাশে দাঁড়ায়। তাহলে আর কোন অসহায় পরিবার কস্টে দিন পার করবে না বলে তিনি আশা করেন।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031