বান্দরবানে অস্ত্রসহ তিন পাহাড়ী সন্ত্রাসী আটক,ওসিসহ আহত-৩

বান্দরবানে অস্ত্রসহ তিন পাহাড়ী সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। এঘটনায় সদর থানার ওসিসহ তিনজন আহত হয়েছে। আহতরা হলেন,সদর থানার ওসি রফিক উল্লাহ,এস আই খালিকুর রহমান এবং এ এস আই ইকবাল।গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সদর উপজেলার ভাগ্যকুল বড়ঝিরি এলাকার পুলিশের বিশেষ অভিযান চলাকালে সন্ত্রাসীদের সাথে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ এর ঘটনা ঘটে।পুলিশ ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্রসহ তিন পাহাড়ী সন্ত্রাসীকে আটক করেছে।আটক সন্ত্রাসীরা হলেন রাংগামাটি বরকল উপজেলার সুভলং ইউনিয়নের নিহার বিন্দু চাকমার ছেলে রিটু চাকমা ও বান্দরবানের বলিপাড়া ইউনিয়নের বাশিরা চাকমার ছেলে অমল চাকমা এবং সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের পূর্ণবাসন  চাকমা পাড়া সুভাষ চাকমার ছেলে শান্তি চাকমা।আটককৃতরা জেলা বিভিন্ন স্থানে ডাকাতি,অপহরণ,চাঁদাবাজিসহ বিভিন্ন অপকমে জড়িত বলে দাবি করেছে পুলিশ।
এদিকে আটকদের নিকট থেকে ১টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি, ১টি এলজি রাইফেল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।সদর থানা (ও সি) রফিক উল্লাহ জানান,সদর উপজেলার ভাগ্যকুল এলাকায় গোপন সংবাদের ভিত্তিত্তে অভিযান চলাকালে পুলিশের টের পেয়ে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি বর্ষন করে পুলিশের উপর।সন্ত্রাসীদের আটক করার জন্য পুলিশও পাল্টা গুলি বর্ষন করে।পরে স্থানীদের সহযোগিতায় অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়।
পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান,বিশেষ করে জঙ্গী,সন্ত্রাসী,মাদক,এসব অপকর্মের বিরুদ্ধে বান্দরবানে বিশেষ আভিযান চলছে এবং এই অভিযান অব্যহত থাকবে।তিনি বলেন,অভিযানে অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটক করার ফলে পাহাড়ী এলাকায় সন্ত্রাসী,চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম কমে যাবে বলে তিনি মনে করেন।।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031