নগরীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ গাড়িতে চলছে করোনার নমুনা সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় ও বিআইটিআইডির ল্যাবের সহযোগিতায় ভ্রাম্যমাণ নমুনা সংগ্রহের কার্যক্রম নগরীর বিভিন্ন স্পটে ৬টি বুথে চলছে করোনার নমুনা সংগ্রহ। সরকার নির্ধারিত দুইশত টাকা দিয়ে নমুনা পরীক্ষা করা যাবে। তবে অস্বচ্ছলরাও বিনামূল্যে নমুনা পরীক্ষার সুযোগ পাবে। সম্প্রতি নগরীর আকবর শাহ থানাধীন ফিরোজ শাহ আরবান ডিসপেনসারি সেন্টারে অন্তহীন ফাউন্ডেশন এর পক্ষ থেকে হালিশহর, পাঁচলাইশ, শেরশাহ, ফিরোজ শাহসহ ৬টি স্পটে এই ভ্রাম্যমাণ নমুনা সংগ্রহ চলছে। এসব বুথে সপ্তাহে একদিন করে নমুনা সংগ্রহ করা হচ্ছে যে কেউ এসব বুথে নির্ধারিত দিনে নমুনা দিতে পারবেন।এ জন্য এলাকায় মাইকিং, ব্যানারসহ বিভিন্ন প্রচারণা করা হচ্ছে। তবে বেশি সুযোগ পাবেন করোনা পরীক্ষায় বঞ্চিত নিম্ন আয়ের মানুষেরা। যতদিন করোনা থাকবে ততদিন সিভিল সার্জন ও বিআইটিআইডির সহযোগিতায় এই কার্যক্রম চলবে বলেও ফাউন্ডেশন নেত্ববৃন্দ জানান। এ কার্যক্রমের উদ্বোধনকালে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির ও সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। করোনোকালে অনেকেই অনেকভাবে উদ্যোগ নিয়েছে। এর মধ্যে এই উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয়। এর মধ্য দিয়ে এতদিন যারা নমুনা পরীক্ষার বাইরে ছিলেন তাদের জন্য সুবিধা হয়েছে এবং এতে করে ঝুঁকি কমে আসবে। এসময় আরো উপস্থিত ছিলেন বিআইটিআইডি ল্যাব প্রধান ডা. শাকিল আহমেদ, অন্তহীন ফাউন্ডেশন এর নিবাহী পরিচালক সাইদুল হক, ফাহিম তানভীর, শফিকুল মিরাজ, আরাফাত খান, আবদুল্লাহ সিয়াম, উম্মে তাসলিমা নাদিয়া, সামরিন চৌধুরী, শরফুদ্দীন চৌধুরী কাজল প্রমূখ।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031