
॥ রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান ॥ বাংলাদেশের সর্বশেষ ৩০০নং সংসদীয় আস ন বান্দরবানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচ নের শা ন্তিপূর্ণ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। র বিবার (৭ জানুয়ারী) সকাল ৮টার সময় জেলার ৭টি উপ জেলার ১৮২টি ভোট কে ন্দ্রে এক যো গে শা ন্তিপূর্ণভা বে ভোট গ্রহন চলে। সকাল থে কে ভোটাররা লাই নে দা ঁড়ি য়ে নিজ নিজ ভোট প্রদান করে। সকা লে বান্দরবান সরকারী বা লিকা উচ্চ বিদ্যাল য়ে আওয়ামীলীগ ম নোনীত প্রার্থী বীর বাহাদুর উ শৈ সিং নৌকা প্রতী কে এবং লামা উপ জেলার মধু ঝি রি সরকারী প্রাথ মিক বিদ্যাল য়ে জাতীয় পা র্টির প্রার্থী এটিএম শ হিদুল ইসলাম লাঙ্গল প্রতী কে নিজ ভোট প্রদান ক রেন। প্রতিবা রেরমত এবারও পুরু ষের তুলনায় নারীর উপ স্থি তি বে শি দেখা গে ছে। সকাল থে কে বান্দরবান আদর্শ সরকারী প্রাথ মিক বিদ্যালয়, বান্দরবান শহর মডেল সরকারী প্রাথ মিক বিদ ্যালয়, হাফেজ ঘোনা সরকারী প্রাথ মিক বিদ ্যালয়, যৌথ খ ামার সরকারী প্রাথ মিক বিদ ্যালয়, রেইচা সরকারী প্রাথ মিক বিদ ্যালয়সহ ক য়েক টি ভোট কেন্দ্র ঘু রে এ চিত্র দেখা গেছে। এ খ নো পর্যন্ত জেলার কোথাও কোন ধর নের অপ্রী তিকর ঘটনার খবর পাওয়া যায় নি। এ বিষয়ে বান্দরবান পু লিশ সুপার সৈকত শাহীন ব লেন, এক টি সুষ্ঠু, সুন্দর ও নির পেক্ষ নির্বাচন উপ হার দি তে বান্দরবা নে ১৪শ পু লিশ মোতা য়েন করা হ য়ে ছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো তে ৩জন ও সাধারণ কে ন্দ্রে ২জন ক রে পু লিশ মোতা য়েন র য়ে ছে। এর বাইরে মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্সও র য়ে ছে। এবার পু লি শের ভূ মিকা সক লের কা ছে প্রশং সিত হ বে ব লেও জানান তি নি। বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজা হিদ উদ্দিন ব লেন, আমরা বেশ ক য়েক টি ভোট কেন্দ্র প রিদর্শণ ক রে ছি। এখা নে ভোটাররা খুব সুন্দর প রি বে শে ভোট প্রদান ক রছে। এছাড়া প্রত্যেক প্রার্থীর এ জেন্টরাও উপ স্থিত আ ছে। তি নি ব লেন, ১৮২টি ভোট কে ন্দ্রের ম ধ্যে ১২টি ভোট কে ন্দ্রে হে লিকপ্টা রের সাহা য্যে নির্বাচনী সরঞ্জাম পাঠা নো হ য়ে ছে। আ মি ই তিম ধ্যে খবর নি য়ে জান তে পে রে ছি, সেখা নেও সুন্দর ভা বে ভোটাররা ভোট প্রদান করছে। এছাড়া জেলার কোথাও কোন ধর নের অপ্রী তিকর ঘটনার খবর পাওয়া যায় নি। খুবই শান্তিপূর্ণ ভা বে এখা নে ভোট গ্রহন হ চ্ছে।
নির্বাচন অফিসের তথ্যমতে, জেলার সাতটি উপজেলায় দুটি পৌরসভা ও চৌত্রিশটি ইউনিয়ন র য়ে ছে। দে শের সর্বশেষ ৩০০নং সংসদীয় আসনটি বান্দরবা নে। এখা নে এবার ভোটার সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৩০ জন। তারমধ্যে নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৪৪৬ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৪৮ হাজার ৫৮৪ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৮২টি। তারম ধ্যে সাধারণ কেন্দ্র ৫১ ও গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৩১ টি। ১২ টি দূর্গম কে ন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছা তে ব ্যবহার হ য়ে ছে হে লিকপ্টার।
এছাড়াও এখা নে সা র্বিক নিরাপত্তায় জেলা প্রশাস নের নির্বাহী ম ্যা জি স্ট্রেট, পু লিশ ছাড়াও মোতা য়েন র য়ে ছে সেনাবা হিনীর ৪ টি ব ্যাটা লিয়ন ও ৫০প্লাটুন বি জি বি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচ নে এখা নে নৌকা প্রতীকে বীর বাহাদুর উশৈসিং ও লাঙ্গল প্রতী কে এটিএম শ হীদুল ইসলাম এ দুজন প্রার্থী প্রতিদ্ব ন্দ্বীতা কর ছে।