॥ রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান ॥ বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে বাজারের অগ্নিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার স্ট্যান্ড বিতরণ, নৈশ প্রহরী শনিবার (০২ মার্চ) সকালে বান্দরবান বাজার জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ৩০০নং আসনের সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি। বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি অমল কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল করিম, বান্দরবান পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ, বান্দরবান পৌরসভার মেয়র মো. সামসুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল, বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আবু সালেহ, ব্যবসায়ী বিমল কান্তি দাশসহ বান্দরবান বাজারের ১৯ সংগঠনের নেতাকর্মী ও বাজার ব্যবসায়ীরা।
এসময় প্রধান অতিথি বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বান্দরবান বাজারে শৃঙ্খলা ফেরাতে ব্যবসায়ীদের ঐক্যের কোন বিকল্প নেই। আসন্ন পবিত্র রমজান কে সামনে রেখে সকলের সাবির্ক সহযোগিতা অবশ্যক। অনেক সময় দেখা যায় রমজান আসলেই ব্যবসায়ীদের মধ্যে একটি সিন্ডিকেট চক্র কৃত্রিম সংকট দেখিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেয়। বান্দরবানে যাতে করে কোন সিন্ডিকেট নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াতে না পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান।
পরে অগ্নিকান্ড নিয়ন্ত্রণে ব্যবহারের জন্য ৫০টি ফায়ার স্ট্যান্ড, ১শ টি বালতি এবং নির্দিষ্টস্থানে ময়লা নিয়ে যাওয়ার জন্য ৩টি গাড়ী, ৩টি ড্রাসবিন ও রাতে বাজার নিরাপত্তার জন্য ১০ জন নৈশ প্রহরী নিয়োগ দেয়া হয়।
অনুষ্ঠান শেষে বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে ব্যবসায়ীদের নিয়ে মেঘলা পর্যটন কেন্দ্রে মধ্যাহ্ন ভোজে অংশ নেয়।