মহালছড়িতে জোন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৭’র ফাইনাল খেলা অনুষ্ঠিত

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় মহালছড়ি জোনকর্তৃক শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এ প্রতিপাদ্যে মহালছড়িতে ১০ এপ্রিল হতে শুরু হয় জোন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৭।

মঙ্গলবার বিকালে মহালছড়ি স্টেডিয়ামে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় জোন কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মহালছড়ি আর্মি জোনের জোন কমান্ডার লে. কর্নেল সৈয়দ মো. আব্দুল্লাহ্ জুনায়েদ পিএসসি, উপস্থিত থেকে অনুষ্ঠিত ফাইনাল খেলা উপভোগ করেন এবং চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, মহালছড়ি ৬আর্মড পু্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. আশারাফুল ইসলাম বিপিএম, মহালছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু বিমল কান্তি চাকমা, উপজেলা নির্বাহী কর্মকতা মো. নাদিম সারওয়ার, মহালছড়ি আর্মি জোনের জোন উপ-অধিনায়ক মেজর মো. রুম্মান মাহমুদ পিএসসি, মহালছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিস কাকলী খীসা, ভাইস চেয়ারম্যান ক্যাচিংমিং চৌধুরী, মহালছড়ি থানা অফিসার ইনর্চাজ মো. সেমায়ুন কবির চৌধুরী, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান বাবু রতন কুমার শীল, মহালছড়ির বিশিষ্ট শিক্ষানুরাগী মো. শাহজাহান পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন ও স্থানীয় সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ টুর্নামেন্টে মোট ১২টি ক্লাবের ১২টি দল অংশগ্রহণ করে, এর মধ্যে যে দুটি দল ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন, শেখ রাসেল বনাম টিলা পাড়া একাদশ খেলাটি ১-০ গোলে টিলাপাড়া একাদশ চ্যাম্পিয়ন হয়, চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ ৩৫,০০০ টাকার ও রানার্সআপ দলকে ট্রফিসহ ২৫,০০০টাকার চেক এবং সেরা খেলোয়াড়, সেরা গোলদাতার পুরষ্কার তুলে দেয়।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930