বান্দরবানে কেএনএফ এর আরো ৫ সহযোগি গ্রেফতার, জেল হাজতে প্রেরণ

॥ বান্দরবান প্রতিনিধি ॥ বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় কেএনএফ এর আরো ৫ সহযোগীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (১২ জুলাই) রুমা উপজেলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সং লিয়ান বম (২৫), লালহিম সাং বম (৩৭), লালচন সাং বম (৪৮), লাল পিয়ান সাং বম (৩৬), লাল সিয়াম থাং বম (৩৮)। তারা সকলই রুমা উপজেলার লাইরুনপি পাড়ার বাসিন্দা।
পুলিশ জানায়, শুক্রবার সকালে রুমা উপজেলার লাইরুনপি পাড়া এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে কেএনএফের ৫ সহযোগীকে গ্রেফতার করে। পরে বিকালে গ্রেফতারকৃত আসামীদেরকে বান্দরবান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইন এর আদালতে তোলা হলে আদালতে তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়।
উল্লেখ্য, কেএনএফ সন্ত্রাসীদের ধরতে বান্দরবানে চলমান যৌথ অভিযানে এ পর্যন্ত ১শত ১৬ জন কেএনএফ এর সহযোগীকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31