
॥ নিজস্ব প্রতিবেদক ॥ জাতির পিতা বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখিয়েছিলেন। তার নেতৃত্বেই আমরা বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার এমপি। জেলা যুব মহিলালীগের উদ্যোগে বৃহস্পতিবার (১ আগষ্ট) বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা যুব মহিলালীগের সভাপতি রোকেয়া আকতারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক লেখিকা চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বৃষ কেতু চাকমা, মো: রফিকুল মাওলা, ত্রিদিপ কান্তি দাশ, সাংগঠনিক সম্পাদক মো: শাওয়াল উদ্দিন, জেলা মৎস্যজীবিলীগের সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা যুবলীগ সাধারন সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক মো: শাহাজাহান, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সোহাগ চাকমা প্রমুখ।
দীপংকর তালুকদার এমপি আরো বলেন, জাতির পিতাকে ছাড়া বাংলাদেশের অস্তিত্বও কল্পনা করা যায় না। বঙ্গবন্ধু আজীবন স্বপ্ন দেখেছেন ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও অসাম্প্রদায়িক চেতনার উন্নত বাংলাদেশের। কিন্তু সেই সময়ে বাঙালি জাতির মহান নেতাকে স্বপরিবার হত্যা করে ঘাতকদল ইতিহাসের নিষ্ঠুরতম ঘটনা ঘটিয়েছিল। যা পুরো বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছিল।
আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।