এরশাদের ৫৯ দলীয় জোট

৫৮টি দল নিয়ে সম্মিলিত জাতীয় ঐক্যজোট গড়ল জাতীয় পার্টির (জাপা)। আজ রবিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই জোটের ঘোষণা দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। জাপাসহ এই জোটে মোট দল ৫৯।

এরশাদ জানান, নতুন এই রাজনৈতিক জোটের প্রধান মুখপাত্র হিসেব কাজ করবেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

এর আগে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বিএনএ এবং জাতীয় ইসলামী মহাজোট নিয়ে ‘সম্মিলিত জাতীয় ঐক্যজোট’ নামে নয়া একটি রাজনৈতিক মোর্চা গঠন করার সিদ্ধান্ত নেন এরশাদ। এ নিয়ে একাধিক বৈঠকও করেন তিনি।

সর্বশেষ শনিবার রাতে দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের গুলশানের বাসভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এতে উপস্থিত ছিলেন।

প্রাথমিকভাবে এ জোটে দুটি রাজনৈতিক জোট ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থাকছে। সামনে আরও কয়েকটি নিবন্ধিত রাজনৈতিক দল এ জোটে যোগ দেবে।

বাংলাদেশ জাতীয় জোটে (বিএনএ) দল রয়েছে ২২টি, আর মাওলানা আবু নাসের ওয়াহেদ ফারুকের নেতৃত্বে জাতীয় ইসলামী মহাজোটে ৩৫টি রাজনৈতিক দল রয়েছে দাবি করা হয়েছে। এর সঙ্গে জাতীয় পার্টি ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নিয়ে এরশাদের নতুন জোটে রাজনৈতিক দল ৫৯টি।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031