রাঙ্গামাটিতে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

॥ নিজস্ব প্রতিবেদক ॥ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে রাঙ্গামাটিতে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার (২৬ মার্চ) সকালে রাঙ্গামাটির সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনীর মধ্যদিয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়। সরকারের পক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্ল্যাহ, কমান্ডারের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ণ বোর্ড চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অনুপ চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, রাঙ্গামাটি পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের পক্ষ নির্বাহী কর্মকর্তা সূবর্ণা চাকমা, রাঙ্গামাটি চাকমা সার্কেলের পক্ষে চাকমা রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায় সহ প্রশাসনের নেতৃবৃন্দ শহীদ বেদীতে পুরস্পমাল্য অর্পণ করেন।
পরে রাঙ্গামাটি জেলা সভাপতি দীপন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদের নেতৃত্বে অঙ্গ সংগঠন সমূহ পুস্পস্তবক অর্পন করেন। এছাড়া জাতীয় পার্টি, এলডিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন।
এদিকে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বেশ কয়েকটি আঞ্চলিক সংগঠন থাকলেও সকাল সাতটার দিকে সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদারের নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি শহীদ মিনারে পুস্পস্তবর্ক অর্পণ করলেও আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ, গণতান্ত্রিক ইউপিডিএফ, জেএসএস সংস্কার, মগ লিবারেল পার্টি সহ অন্য কোন সংগঠন পুস্পস্তবক অর্পণ করতে দেখা যায়নি।
সকাল ৯ টায় রাঙ্গামাটি চিংহ্লা মং মারী ষ্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930