টানা ঈদের ছুটিতে পর্যটক বরণে রাঙ্গামাটিতে ব্যাপক প্রস্তুতি গ্রহন

॥ নিজস্ব প্রতিবেদক ॥ ঈদের ছুটিতে পাহাড় ও হ্রদে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য জেলা রাঙ্গামাটি পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান। ইট পাথরের যান্ত্রিক শহরের ক্লান্তি ভুলে প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে প্রতি বছরই এখানে ছুটে আসেন হাজারো ভ্রমণপিপাসুরা। এবারের ঈদের ছুটিতেও তার ব্যতিক্রম হবে না বলে আশা করছেন হোটেল-মোটেল-রিসোর্ট মালিকরা।
পর্যটকদের স্বাগত জানাতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ঈদের টানা ছুটিতে সাজেক ভ্যালি, ঝুলন্ত সেতু, কাপ্তাই হ্রদ, পলওয়েল পার্ক, আরণ্যক ও সুবলং ঝর্ণাসহ রাঙ্গামাটির বিভিন্ন পর্যটন কেন্দ্র মুখর হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঈদের টানা ছুটিতে পর্যটকদের স্বাগত জানাতে রাঙ্গামাটির পর্যটন কেন্দ্রগুলোতে সংস্কার কাজ চলছে। পর্যটন আইকনখ্যাত ঝুলন্ত সেতুতে রঙের কাজ চলছে, পাশাপাশি পুরাতন কাঠের পাটাতন পরিবর্তন করা হচ্ছে। রাঙ্গামাটিতে ঘুরতে আসা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ কাপ্তাই হ্রদ ভ্রমণ। নৌবিহারের জন্য প্রস্তুতি নিয়েছেন টুরিস্ট বোট সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও। অনেকেই নতুন করে বোটগুলিতে রং করেছেন। নিয়েছেন নতুন লাইভ জ্যাকেট।
রাঙ্গামাটি পর্যটন নৌযান ঘাটের ব্যবস্থাপক মো. ফখরুল ইসলাম জানান, নৌযান সংস্কার ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আশা করছি ঈদের ছুটিতে প্রচুর পর্যটক সমাগম হবে। এতে করে নৌযান চালকরা ভালো ব্যবসা করবেন। এছাড়া দূর্ঘটনা এড়াতে প্রতিটি বোটে লাইভ জ্যাকেট বাধ্যতামূলক করা হয়েছে।
হোটেল মতি মহলের ব্যবস্থাপক চন্দন মজুমদার জানান, ঈদের ছুটিতে পর্যটকদের থাকার জন্য হোটেল-মোটেলগুলোতেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে অধিকাংশ হোটেলের রুম বুকিং হয়ে গেছে। আমাদের হোটেলের ৪০ শতাংশ রুম অগ্রিম বুকিং হয়ে গেছে। কয়েক দিনের মধ্যেই শতভাগ বুকিং হয়ে যাবে বলে আশা করছি।
রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, ঈদের ছুটিতে পর্যটকদের জন্য আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। ইতিমধ্যে ঝুলন্ত সেতুটি রং করা হয়েছে। আমাদের আশা, এবার প্রায় ২০ হাজার পর্যটক রাঙ্গামাটি ভ্রমণে আসবেন।
ঈদের টানা ছুটিতে পর্যটকের ভিড়ে মুখর হয়ে উঠবে পাহাড়ি জেলা রাঙ্গামাটি। কাপ্তাই হ্রদের ঢেউ আর পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলা মেঘের রাজ্য উপভোগ করতে প্রস্তুত পর্যটকরা। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এবারও রাঙ্গামাটি ঈদের ছুটিতে পর্যটকদের জন্য অন্যতম প্রধান গন্তব্য হয়ে উঠবে।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031