পার্বত্য এলাকায় সেনা বাহিনী শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছে—লেঃ কর্ণেল কেএম ওবায়দুল হক

॥ সুমন্ত চাকমা, জুরাছড়ি ॥ শান্তি-সম্প্রীতির-উন্নয়নের মূলমন্ত্রে পার্বত্য এলাকায় সেনা বাহিনী শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে সর্বস্থরের জনসাধারণকে সহযোগীতায় এগিয়ে আসতে হবে।
শনিবার জুরাছড়ি সেনা বাহিনীর উদ্যোগে এসএসসি পরিক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অনুদান প্রদান কালে প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায় লেঃ কর্ণেল কেএম ওবায়দুল হক একথা বলেন।
তিনি কৃতি শিক্ষার্থীদের উদ্দিশ্যে বলেন, বাবা-মা যেমনি তোমাদেরকে নিয়ে বিভিন্ন স্বপ্ন দেখছেন-তেমনি দেশও তোমাদের কাছ থেকে আগামী উন্নয়েন অনেক প্রত্যাশা করছে। সুতরাং নিজেকে নিজে গন্তব্যে পৌছানোর লক্ষ্যে লেখা-পড়ার আরো বেশী মনোযোগী হতে হবে।
এ সময় বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, হেডম্যান করুনা ময় চাকমা, সাবেক ইউপি চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিকাষক মেঘবর্ণ চাকমাসহ সেনা বাহিনীর পদস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের সনদ ও গরিব ছাত্র-ছাত্রীদের কলেজে ভর্তির লক্ষে অনুদান তুলে দেওয়া হয়।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930