চট্টগ্রামে পুড়িয়ে নারী হত্যায় ৮ জনের যাবজ্জীবন

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ঘরে আগুন দিয়ে এক নারীকে হত্যার অভিযোগে ১৫ বছর আগের এক মামলায় আট আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত

চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নূরে আলম সোমবার এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- মো. সোবহান, তার ছেলে মোশাররফ, মো. জব্বার, মো. সেলিম, নূর হোসেন, দুই ভাই আবু তাহের ও জাফর এবং রফিক মাস্টার।

দণ্ডিতরা সবাই মিরসরাই উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভবানি গ্রামের বাসিন্দা।

আদালতের অতিরিক্ত পিপি লোকমান হোসেন চৌধুরী বলেন, ঘরে আগুন দিয়ে মর্জিনা বেগম নামের একজনকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

“পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর করে সাজার আদেশ দেন।”

অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাহাব মিয়া ও সুফী মিয়া নামে মামলার অন্য দুই আসামি খালাস পেয়েছেন বলে জানান তিনি।

দণ্ডিতদের মধ্যে আবু তাহের, জাফর ও রফিক মাস্টার ঘটনার পর থেকেই পলাতক। অন্য পাঁচজন জামিন নিয়ে পলাতক হন বলে জানান অতিরিক্ত পিপি লোকমান হোসেন চৌধুরী।

মামলার নথি থেকে জানা যায়, ২০০২ সালের ৬ জুলাই ভবানি গ্রামে নিজ বাড়িতে রাতের খাওয়া শেষে ঘুমাতে যান মর্জিনা বেগমের পরিবারের সদস্যরা। রাত সাড়ে ১০টার দিকে ঘরের চারপাশে আগুন দিলে পরিবারের অন্য সদস্যরা ঘর থেকে বের হতে সক্ষম হন।

তবে মর্জিনা বেগম ও তার খালাতো ভাই শাহজাহান (শিশু) আগুনে দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে মর্জিনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

২০০২ সালের ৮ জুলাই নিহত মর্জিনার মা নূরজাহান বেগম বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

এ মামলায় ২০০৩ সালের ৭ জুন অভিযোগপত্র দেওয়া হয়। ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় ২০০৬ সালের ২ মে।

অতিরিক্ত জেলা পিপি লোকমান হোসেন চৌধুরী বলেন, ভবানি গ্রামে একটি খামারের জমি নিয়ে বিরোধের জেরে নুরজাহান বেগমের বাড়িতে আগুন দেওয়া হয়েছিল।

“মামলায় আট জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত এ রায় দেন।”

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30