জাপা নেতা তাজ রহমানের মায়ের মৃত্যুতে ও মাসুদ চৌধুরীর মাতা খোদেজা রহমান চৌধুরীর আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, বিশিষ্ট শিল্পপতি এ.টি.ইউ তাজ রহমানের মায়ের মৃত্যুতে এবং জাপা কেন্দ্রীয় কর্যনির্বহী সদস্য মুহাম্মদ মাসুদুর রহমান চৌধুরীর মাতা খোদেজা রহমান চৌধুরীর আশু রোগ মুক্তি কামনায় চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির উদ্যোগে ২৬ আগস্ট বাদ আছর এক দোয়া ও মিলাদ মাহফিল লালদিঘী শাহী জামে মসজিদে অনুষ্ঠিত হয়। নগর জাতীয় পার্টির সহ সভাপতি আনিসুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজার পরিচালনায় অনুষ্ঠিত মিলাদ মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ মাসুদুর রহমান চৌধুরী, নগর জাপার যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জ্যাকি, নুরুল আজিজ সওদাগর, সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলকরণী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সৈয়দ কমরুদ্দিন ফোরকান, নগর সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব শাহাদাত হোসেন স্বপন, ইপিজেড থানা জাপা সদস্য সচিব রিয়াজ উদ্দিন রিয়াজ, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, নগর ছাত্র সমাজের সভাপতি রাশেদুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক মঞ্জুুরুল আলম মঞ্জু, নগর সাংষ্কৃতিক পার্টির যুগ্ম আহ্বায়ক হাজী আলী আকবর, আইনুল ইসলাম সুমন, ছাত্রনেতা রুবায়েত করিম রাফি প্রমুখ। মিলাদ মাহফিল শেষে দেশ জাতির সমৃদ্ধি, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা, তাজ রহমানের মায়ের আত্মার মাগফেরাত ও কেন্দ্রীয় জাপা নেতা মাসুদুর রহমানের মাতা খোদেজা রহমান চৌধুরীর আশু রোগ মুক্তি কামনা করে মুনাজাত পরিচালণা করেন লালদীঘি শাহী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ সেলিম উদ্দিন আলকাদেরী।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31