
॥ মুহাম্মদ জুবাইর, টেকনাফ ॥ টেকনাফে বিজিবি‘র পৃথক অভিযানে ৪ লাখ ৩১ হাজার ইয়াবা সহ এক নারীকে আটক করেছে।২ মার্চ ভোর রাতে মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার গোপন সংবাদে সাবরাং বাজার পাড়া এলাকায় সতর্ক প্রহরায় তাকে। এসময় লবণ মাঠের দিকে পাচার কারীরা আসতে দেখে তাদের কে ধাওয়া করে বিজিবি।এসময় তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগটি উদ্বার করে খুলা হলে সেখানে ৪ লাখ ১০ হাজার ইয়াবা পাওয়া যায়।
অপরদিকে ১ মার্চ বুধবার গভীর রাতে হোয়াইক্যং বিজিবি চেকপোষ্টে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে হাবিয়া খাতুন (৫৫) নামে এক নারীর ব্যাগ থেকে ২১ হাজার ৮শ পিচ ইয়াবা উদ্ধার করে জওয়ানরা। সে টেকনাফ পৌর এলাকার কায়ুকখালী পাড়া এলাকার মৃত ইসুলুর স্ত্রী। ধৃত নারীকে ইয়াবাসহ টেকনাফ থানায় সোপর্দ্য করে মাদক আইনে মামলা রুজু করেছে বিজিবি।
ধৃত নারীকে টেকনাফ থানায় সোপর্দ্য করে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি তদন্ত শেখ আশরাফুজ্জামান বিজিবি কতৃক আটক মহিলার বিরুদ্ধে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন। ২ বর্ডার গার্ড বিজিবির অতিরিক্ত অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দীকি উক্ত সংবাদের সত্যতা নিশ্চিত করেন।