তথ্য-প্রযুক্তিখাতে বাংলাদেশের চারটি প্রতিষ্ঠানের পুরস্কার লাভ

বাংলাদেশ ডাক বিভাগ বাংলাদেশ কম্পিউটার সমিতিসহ (বিসিএস) দেশের চারটি প্রতিষ্ঠান বছর তিন ক্যাটাগরিতে এশিয়ান ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন (এএসসিআইও) এর সম্মাননা জিতেছে। 

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল উইং প্রধান ধঞ্জয় কুমার দাস জানান, সোমবার সকালে কুয়ালালামপুর দামানসারায় এএসসিআইও-এর প্রধান কার্যালয়ে বাংলাদেশ সরকারের পক্ষে এ পুরস্কার নেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

তার হাতে পুরস্কার তুলে দেন ‘এএসসিআইও’- এর চেয়ারম্যান ডেভিড ওয়াং।

এসময় উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল উইং প্রধান ধনঞ্জয় কুমার দাস ও বিসিএস-এর নেতারা।

আউটস্ট্যান্ডিং আইসিটি কোম্পানি ক্যাটাগরিতে বাংলাদেশের ‘আমরা হোল্ডিংস লিমিটেড’-এর উই স্মার্ট সল্যুউশন, ডিজিটাল গভর্নমেন্ট ক্যাটাগরিতে বাংলাদেশ ডাক বিভাগ এবং এডুকেশন ক্যাটাগরিতে যৌথভাবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও বেসিস ইন্সটিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম) এই পুরস্কার পায়।

গত ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত তাইওয়ানের রাজধানী তাইপে-তে চার দিনব্যাপী ‘এএসসিআইও আইসিটি সামিট’ অনুষ্ঠিত হয়।

প্রতিবছর এএসসিআইও-এর বার্ষিক এ অনুষ্ঠানটিতে বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়।

এশিয়া ও ওশেনিয়ার ২৪ টি দেশের তথ্য-প্রযুক্তি খাতের সমিতিগুলো নিয়ে ‘এএসসিআইও’ গঠিত। মোট ১০ হাজার তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠান এ ফেডারেশনের আওতাভুক্ত। সংগঠনটি মূল উদ্দেশ্য কম্পিউটার ইন্ড্রাস্টিতে নিজেদের সদস্যগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানো, এ খাতের উন্নয়ন এবং প্রচার।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31