
॥ নিজস্ব প্রতিবেদক ॥ সরকারের পুনর্বাসনের হচ্ছে ২ বান্ডেল টিন ও ৬ হাজার টাকা এবং কিছু খাদ্য শস্য বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান। তিনি বলেন, আমরা এখনো আশা ছাড়িনি ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে আমাদের সম্পূর্ণ প্রচেষ্টা থাকবে। কিন্তু সরকারের সহযোগিতা না থাকলে আমাদের আশা শূন্যের কোটা চলে যাবে বলেও তিনি মন্তব্য করেন।
গতকাল রাঙ্গামাটিতে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ কার্যক্রম নিয়ে সাংবাদিকদের মতবিনিময় কালে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান এ কথা বলেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু শাহেদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শফিউল সরোয়ার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনী আক্তার সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্টানের প্রধান এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, আমরা চেয়েছিলাম ক্ষতিগ্রস্তদের পাশে সব সময় থাকতে। তার জন্য দীর্ঘ দুই মাসের বেশী সময় ধরে আমরা আশ্রয় কেন্দ্র পরিচালনা করেছি। তিনি বলেন, হঠাৎ করে আমরা আশ্রয় কেন্দ্র বন্ধ করিনি। আশ্রয় কেন্দ্র চালানো জন্য উপর মহলে আমরা যোগাযোগ করেছি কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে আশ্রয় কেন্দ্র বন্ধের নির্দেশনা নিয়ে আমরা আশ্রয় কেন্দ্র বন্ধ করতে বাধ্য হয়েছি।
জেলা প্রশাসক বলেন, রাঙ্গামাটির স্মরণকালে দূর্যোগে সরকারের পাশে সকল মহল ছিলো। তিনি তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্ঠা না থাকলে আমরা কখনোই এই দূর্যোগ মোকাবেলা করা সম্ভব হতো না। তিনি সাংবাদিকদের ভূয়শী প্রশংসা করে বলেন, সাংবাদিকরা ছিলো আমার পথ প্রদর্শক। সাংবাদিকদের বিভিন্ন লেখনী ও বলার মাধ্যমে আমার অনেক কাজ করতে সহজ হয়েছে। তিনি বলেন রাঙ্গামাটির সংবাদকর্মীরা যেভাবে প্রশাসনকে সহযোগিতা করে তা আমি অন্য কোথাও দেখিনি।
বক্তব্য কালে তিনি দূর্যোগ পরবর্তী সময়ে ত্রাণ প্রাপ্তি এবং ত্রাণ বিতরনের সমস্ত তথ্য তুলে ধরেন। পরে তিনি রাঙ্গামাটি জেলা প্রশাসক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।