রাঙ্গামাটিতে বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা উদযাপিত

॥ নিজস্ব প্রতিবদেক ॥ বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে বৃহস্পতিবার (৫ অক্টোবর) বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপিত হয়েছে। উৎসবে পুণ্যার্থীর ঢল নামে। অনুষ্ঠানে জগতের সব প্রাণীর সুখ-শান্তি, হিত, মঙ্গল এবং দেশ ও বিশ্বশান্তির জন্য প্রার্থনা করা হয়।
এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ভোরে বুদ্ধ পতাকা উত্তোলন, ভিক্ষুসংঘের পিন্ডদান ও প্রাতঃরাশ, বুদ্ধপূজা, অষ্ট পরিষ্কার দান, সংঘদান, উৎসর্গ ও ধর্মীয় দেশনা, প্রদীপ প্রজ্বলন, ফানুস উত্তোলন উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে মহাপরিনির্বাণে বৌদ্ধ আর্যপুরুষ, শ্রাবকবুদ্ধ ও মহাসাধক শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের শান্তির প্রার্থনা জানান অনুগত শিয্যমন্ডলীসহ অগণিত পুণ্যার্থী। এ সময় সদ্ধর্মপ্রাণ দায়ক-দায়িকাদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা দেন বনভান্তের উত্তরসূরী শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির।
সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন ও ফানুস উত্তোলন করা হয়। অনুষ্ঠানে সমবেত হাজার হাজার পুণ্যার্থীর উদ্দেশে বুদ্ধের অহিংসা পরম নীতি এবং বনভান্তের আদর্শে হিংসা, রাগ, অহংকার, লোভ, মোহ ও মিথ্যা দৃষ্টি পরিহার করে নিজেকে সর্বদা সৎপথে পরিচালিত করার হিতোপদেশ দেন ভিক্ষুসংঘ।
উল্লেখ্য, প্রবারণা পূর্ণিমা তিথিতে বৌদ্ধ সাধকরা টানা তিন মাস বর্ষাবাস সমাপ্ত করে ধর্ম প্রচারে বেরিয়ে পড়েন। প্রবারণা পুর্ণিমার দিন থেকে টানা এক মাস ধরে বিভিন্ন বৌদ্ধ মন্দিরে প্রধান ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দান উদযাপিত হয়ে থাকে। তাই বৌদ্ধদের জন্য এই পূর্ণিমাটি বেশ গুরুত্বপূর্ণ।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930