দক্ষিণ বাকলিয়া উঠান বৈঠকে সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম নগরবাসীর দীর্ঘ দিনের ভয়াবহ সমস্যা জলাবদ্ধতা নিরসনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক অনুমোদিত ২২৭৫ কোটি টাকার রিভার লিং রোড (চাকতাই খালে মুখ হতে কালুঘাট ব্রীজ পর্যন্ত) এর ৫৫০০ কোটি টাকার খাল খনন সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গণসচেতনতা সৃষ্টির লক্ষে উঠান বৈঠকে সিডিএ চেয়ারম্যান আলহাজ্ব আবদুচ ছালাম বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী দেয়া প্রতিশ্র“তি অনুযায়ী চট্টগ্রামের উন্নয়ন ও জলবদ্ধতা নিরসনে প্রকল্প সমূহ বাস্তবায়নে সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা দরকার। তিনি বলেন চট্টগ্রামের উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী নিজের হাতে নিয়েছেন। তিনি দক্ষিণ বাকলিয়া জলাবদ্ধতায় ও বিভিন্ন সম্যসার কথা উপস্থিত জনতার মুখ থেকে শুনেন। আলহাজ্ব আবদুচ ছালাম অতি শীঘ্রই চাকতাই খাল খনন ও এলাকার দখলকৃত খাল সমূহ মুক্ত করার আশ্বাস দেন। গত ১০ মার্চ সন্ধ্যায় ১৯ নং বাকলিয়া ওয়ার্ড মিয়াখান নগর বাদিয়ারটেকস্থ এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলহাজ্ব আবদুচ ছালাম উপরোক্ত বক্তব্য রাখেন। শিক্ষাবিদ এস এম ফারুকের সভাপতিত্বে ও মঈনুল আলম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে এলাকার গণমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন পেশাজীবীদের মধ্যে বক্তব্য রাখেন, আলহাজ্ব জসিম উদ্দীন, মুহাম্মদ ইলিয়াস খান, চট্টগ্রাম কারা পরিদর্শক আলহাজ্ব আব্দুল মান্নান, আলহাজ্ব শফিউল আলম হিরু, জামাল আহমদ খান, আব্দুস সবুর, বখতিয়ার উদ্দীন, সেলিম উদ্দীন, শফিউল আজম বাহার, মুহাম্মদ আকতার, সাংবাদিক আব্দুল করিম সেলিম এছাড়া ও আরো অন্যান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পার্বত্য অঞ্চলের প্রখ্যাত সাংবাদিক মরহুম একেএম মকছুদ আহমেদের স্বরণে নাগরিক শোকসভা :  পার্বত্য অঞ্চলের সাংবাদিকতার জীবন্ত কিংবদন্তি প্রবীন সাংবাদিককে মরনোত্তর রাষ্ট্রীয় পদকে ভুষিত করার দাবী

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031