সদর ঘাট থেকে ০৬ টন জাটকা ইলিশ জব্দ

বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ রক্ষার্থে সরকারের দিক নির্দেশনা অনুযায়ী র‌্যাব তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব জাটকা ইলিশ নিধনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করছে। র‌্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কিছু অসাধু ব্যবসায়ী ‘এফভি সীমান্ত – ১’ ফিশিং ভেসেলের মাধ্যমে সমুদ্র হতে জাটকা ইলিশ ধরে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন সদর ঘাটে মজুদ করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ০৯ এপ্রিল ২০১৮ ইং তারিখ ০৯৩০ ঘটিকা হতে ১২০০ ঘটিকা পর্যন্ত লেঃ কমান্ডার আশেকুর রহমান, (এক্স), বিএন এর নেতৃত্বে (বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট চট্টগ্রাম জনাব রমিজ হাসান এবং চট্টগ্রাম জেলা জরিপ কর্মকর্তা, জেলা মৎস্য দপ্তর, মোাঃ আবুল কালাম আজাদ এর সহায়তায়) র‌্যাবের একটি আভিযানিক দল বর্ণিত স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬,০০০ কেজি (০৬ টন) জাটকা ইলিশ জব্দ করে এবং ‘মৎস রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ সনের ৪ ধারা মোতাবেক আসামী মোঃ মেহেদী হাসান (৩০), পিতা- মাহবুবুর রহমান, বর্তমান ঠিকানা- কর্ণফুলী সদর ঘাট, এফভি সীমান্ত – ১, চট্টগ্রাম’কে ৫,০০০ টাকা জরিমানা করা হয় (মামলা নং-৩৯/১৮, তারিখ- ০৯/০৪/২০১৮ ইং)। উদ্ধারকৃত জাটকা ইলিশের আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031