মাদ্রাসা শিক্ষা জঙ্গী বানানোর প্রতিষ্ঠান নয়—- খোরশেদ আলম সুজন

চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম আলিয়া মাদ্রাসার গভর্নিং কমিটির সভাপতি হিসেবে (২০১৮-২০২১ ইং) পর্যন্ত বিশিষ্ট রাজনীতিবিদ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজনকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করায় জনাব সুজন আজ ২৬ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় মাদ্রাসার ছাত্র-শিক্ষক কর্মচারীদের সাথে এক সৌজন্য স্বাক্ষাতে উপস্থিত হলে মাদ্রাসার পক্ষ থেকে তাঁকে অভিনন্দিত করে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
এ উপলক্ষে মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুবুল আলম ছিদ্দিকীর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জনাব সুজন বলেন, মেধাবী আদর্শবান ছাত্র ও আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ার সুতিকাগার হিসেবে এ শিক্ষা প্রতিষ্ঠান সুদীর্ঘকাল ধরে গৌরবের সাথে দায়িত্ব পালন করে আসছে। দেশের সরকারী বিভিন্ন দফতর থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ মাদ্রাসার ছাত্ররা সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। এটা সম্ভব হয়েছে প্রতিষ্ঠানের আদর্শবান, নিবেদিতপ্রান, সম্মানিত শিক্ষকমন্ডলীর আন্তরিক প্রচেষ্টার কারণে। জনাব সুজন আরো বলেন, মাদ্রাসা শিক্ষা জঙ্গী বানানোর প্রতিষ্ঠান নয়, মানবিক মূল্যবোধে উজ্জীবিত দেশের মূলধারা শিক্ষার সাথে সম্পর্কিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। আমাদের মাদ্রাসা সমূহকে কোনভাবেই জঙ্গীবাদের আখড়া হতে দেয়া হবে না। এগুলো সৎ যোগ্য আদর্শবান নাগরিক হিসেবে পাঠশালা হিসেবে পরিচালিত হবে। তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে বর্তমান সরকার কর্তৃক গৃহীত পরিকল্পনাকে সামনে রেখে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের উন্নতি ও সমৃদ্ধির লক্ষ্যে সংস্কার ও উন্নয়ন কার্যক্রম ইতিমধ্যে বাস্তবায়িত হতে চলেছে। এ লক্ষ্যে তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন নাগরিক গড়ে তুলতে অত্র মাদ্রাসায় স্থাপিত হয়েছে শেখ রাসেল কম্পিউটার ডিজিটাল ল্যাব।
জনাব সুজন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই মাদ্রাসা শিক্ষা বোর্ড স্থাপন করেছিলেন বলে উল্লেখ করেন। ছাত্রদের শৃংখলা ও নিয়মানুবর্তিতা অনুশীলনের উপর জোর দিয়ে বলেন, স্কুল কলেজ তোমাদের শুধু পথ দেখিয়ে দিবে, সারাজীবন তোমাদের দেখতে হবে শিখতে হবে জ্ঞানার্জন করতে হবে। ছাত্রদের প্রতি দেশ ও জাতির প্রত্যাশার কথা উল্লেখ করে তিনি বলেন ছাত্ররাই আগামীর কর্ণধার। আগামী দিনে তারাই নেতৃত্বে আসনে অধিষ্ঠিত হবে। তাই তাদের তৈরিও হতে হবে ছাত্রবস্থায় থেকেই। মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মোঃ মনির উদ্দিন এর সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা হোসাইন মোহাম্মদ ইউসুফ, স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুবুল আলম ছিদ্দিকী, মাদ্রাসার মুখাদ্দিস মাওলানা আহমদুর রহমান নদবী, সহকারী মৌলভী মাওলানা মহিউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তিবিদ ও গবেষক ড. ফয়সাল কামাল চৌধুরী, পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড এর পরিচালক জনাব ইমরানুল হক। সভা শেষে নবনির্বাচিত সভাপতির সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার বিশেষ মুখাদ্দিস আলহাজ্ব মাওলানা মনিরুল মন্নান আল মাদানী।

॥রাঙ্গামাটিতে দৈনিক গিরিদপর্ণ সম্পাদক মরহুম এ কে এম মকছুদ আহমেদের স্মরণসভা ও ইফতার মাহফিল পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার পথিকৃৎ প্রয়াত একেএম মকছুদ আহমেদকে রাষ্ট্রীয় সম্মাননায় ভুষিত করার দাবি

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31