বালাঘাটায় শুরু হয়েছে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ

॥রাহুল বড়–য়া ছোটন,বান্দরবান॥ বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানের বালাঘাটা সনাতনী সম্প্রদায়ের আয়োজনে শুরু হয়েছে বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ। গতসোমবার বিকেলে মঙ্গল প্রদীপ প্রজ্জলন,গীতা পাঠ প্রতিযোগিতা ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্টানের মধ্য দিয়ে এই বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের উদ্বোধন হয়। গতকাল মঙ্গলবার সকালে বালাঘাটা সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে বিশ্বশান্তি কামনায় শুরু হয় বিশ্বশান্তি গীতাযজ্ঞ। এতে পৌরহিত্য করেন চট্টগ্রাম বাঙ্গালহালিয়ার জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অভেদানন্দ ব্রহ্মচারী মহারাজ। অনুষ্টানে উপস্থিত ছিলেন বালাঘাটা সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের সভাপতি প্রিয়তোষ চৌধুরী, সাধারণ সম্পাদক সুভাষ কান্তি দাশ,উৎসব উদযাপন পরিষদের সভাপতি  রাখাল দত্ত,সাধারণ সম্পাদক প্রসেনজিত দাশ,কোষাধ্যাক্ষ বিশ্বজিত দাশসহ প্রমুখ । বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকার সনাতন ধর্মালম্বী নারী পুরুষেরা উপস্থিত হয়ে এই বিশ্বশান্তি গীতাযজ্ঞে অংশ নেয়। ১৫ মার্চ ব্রাহ্মমুহুর্তে মহানামযজ্ঞের শুভারম্ব ও অহোরাত্র নাম সংকীর্ত্তন আর গৌরলীলা পরিবেশনসহ দুপুর ও রাতে চলবে আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরণ। অনুষ্ঠানে নামাঞ্জলি পরিবেশন করবেন শ্রী রাম সম্প্রদায় চট্টগ্রাম,গোবিন্দ মহারাজ সম্প্রদায় চট্টগ্রাম,আদি নারায়ণ সম্প্রদায় চট্টগ্রাম ও অনন্ত কৃষ্ণ সম্প্রদায় চট্টগ্রাম। আগামী ১৬ই মার্চ ব্রাহ্মমুহুর্তে নগর পরিক্রমা ও মহানামযজ্ঞের পূর্ণাহুতির মধ্য দিয়ে চারদিনব্যাপী এই বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের শেষ হবে।

॥রাঙ্গামাটিতে দৈনিক গিরিদপর্ণ সম্পাদক মরহুম এ কে এম মকছুদ আহমেদের স্মরণসভা ও ইফতার মাহফিল পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার পথিকৃৎ প্রয়াত একেএম মকছুদ আহমেদকে রাষ্ট্রীয় সম্মাননায় ভুষিত করার দাবি

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31