
মদিনা থেকে ১৪১ জন আরোহী নিয়ে ঢাকার পথে রওনা হওয়ার পর সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ যান্ত্রিক গোলযোগের কারণে জেদ্দায় জরুরি অবতরণ করেছে।
সৌদি গেজেট জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ১০টার দিকে এয়ারবাস এ-৩৩০-২০০ উড়োজাহাজটি জেদ্দার বাদশাহ আব্দুলআজিজ বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
নামার সময় নোজ গিয়ার না খোলায় বিমানের সামনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। উদ্ধারকর্মীরা তাৎক্ষণিকভাবে যাত্রীদের সরিয়ে নেন এবং ৭০ জনকে বিমানবন্দরেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আরও চারজনকে পাঠানো হয় হেলথ সেন্টারে।
ঢাকার পথের ১৪১ জন যাত্রীর সঙ্গে ১০ জন ক্রু ছিলেন ওই উড়োজাহাজে।
সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের মুখপাত্র আবদুরাহমান আল-তাইয়েবকে উদ্ধৃত করে সৌদি গেজেটের খবরে বলা হয়, মদিনা থেকে রাত ৮টায় উড্ডয়নের পরপরই ফ্লাইট এসভি ৩৮১৮ এ হাইড্রলিক সিস্টেমে গোলযোগ ধরা পড়ে। ওই পরিস্থিতিতে পাইলট গতিপথ বদলে জেদ্দায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, জেদ্দার আকাশে ঘণ্টাখানেক চক্কর দিয়েও পাইলট জটিলতা ঠিক করতে না পারায় সামনের লান্ডিং গিয়ার ভেতরে রেখেই উড়োজাহাজটি বিমানবন্দরের ইমার্জেন্সি রানওয়েতে অবতরণ করে।
এ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে জানান সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের মুখপাত্র