গ্রীন নিউজ বিডি এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ব পরিবেশ দিবস পালিত

প্লাস্টিক নয় আসুন ফিরে আসি সোনালি আঁশে। সারা বিশ্বের ধনী দেশগুলোর জীবন মান উন্নত করার কারনে স্বল্প উন্নত দেশ গুলতে

তাদের শিল্প বর্জ্যের পরিবেশ বিধ্বংসী উপাদান রাখার ঝুড়ি হিসেবে ব্যবহার করে চলছে। এর ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে আমাদের

জীবনযাত্রা। যার ফলে প্রকৃতি ও পরিবেশ তথা জলবায়ুকে এক ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে, তাই আমাদের দূষণ মুক্ত হতে হলে

সকল দূষণের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং প্লাস্টিক নয় সোনালি আঁশকেই আবার ফিরিয়ে আনতে হবে।

গ্রীন নিউজ বিডি ডট কমের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে নগরীর জামালখানস্থ এক্সক্লুসিভ কনভেনশন হলে

আয়োজিত অনুষ্ঠানে বক্তারা আরও বলেন- আমরা নানান দূষণের শিকার হচ্ছি প্রতিনিয়ত। শব্দ পানি, জলবায়ু সকলই আজ হুমকির মুখে

। তাই আসুন সকলে একাত্ম হয়ে এর প্রতিকার করি। প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে ফিরিয়ে আনি সোনালি আঁশ পাটকে।

দূষণ মুক্ত সমাজ এনে দিতে না পারলে আগামী প্রজন্ম হুমকির মুখে পড়বে। এবং সেই প্রজন্ম হবে একটি বিকলাঙ্গ প্রজন্ম।

একারণেই দূষণমুক্ত বাংলাদেশ গড়তে হবে।

গ্রীন নিউজ বিডি ডট কমের সম্পাদক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নুরুল আফসার মজুমদার স্বপনের সঞ্চালনায় ও উপদেষ্টা সম্পাদক এড. কাজী

ছানোয়ার আহমেদ লাভলুর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর চট্রগ্রাম অঞ্চলের পরিচালক মকবুল হোসেন, দক্ষিন

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, রাউজানের মেয়র দেবাশিষ পালিত, ৭১ টিভির হেড অব নিউজ শাকিল

আহমেদ, পরিবেশবিদ ও প্রাণীবিজ্ঞানী ড. আনিসুজ্জামান খান, চবির শিক্ষক ও হালদা বিশেষজ্ঞ ড. মঞ্জুরুল কিবরিয়া, কবি ও সাংবাদিক

এজাজ ইউসুফী, সাংবাদিক মাঈনুদ্দিন দুলাল, হোসেন সোহেল, রাজীব দাশ সুজয়, কাউন্সিলর জহরলাল হাজারী, সাবেক কাউন্সিলর বিজয় কিষান চৌধুরী,

সাংবাদিক ফারুক ইকবাল, হাসান মারুফ রুমি,সেলিম আকতার পিয়াল, সজল চৌধুরী, নুরুল আমিন টুকু ,প্রভাস দে

বাবু,আদনান শুভ, মেসবাহ,আসাদ উজ্জল প্রমুখ ।আলোচনা অনুষ্ঠান শেষে কেক কেটে গ্রীন নিউজ বিডি ডট কমের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী

আনুষ্ঠানিক ভাবে পালন করা হয় এবং ইফতার মাহফিল এ সকলে অংশগ্রহণ করে।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031