![Logo]()
প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ৮:০২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০১৮, ৮:১০ পূর্বাহ্ণ
আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ ‘বাংলাদেশ মানবাধিকার কমিশনের পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক সমন্বয়কারী হিসেবে মনোনয়ন
॥ নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ মানবাধিকার কমিশনের পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক সমন্বয়কারী হিসেবে আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ সম্পাদক দৈনিক গিরিদর্পণ রাঙ্গামাটিকে আগামী দুই বছরের জন্য অনুমোদন প্রদান করেছে। মানবাধিকার সদর দপ্তর অর্তি-মানবতার সেবা এবং মানবাধিকার উন্নয়ন ও সংরক্ষনের অবদানে গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকৃতি প্রদান করে এ মনোনয়ন প্রদান করেছেন বলে বাংলাদেশ মানবাধিকার কমিশন মহাসচিব ডঃ সাইফুল ইসলাম দিলতার স্বাক্ষরিত গত ১২ জুন ১৮ ইং এক পত্রে এ কথা জানানো হয়েছে। উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের অগ্নিগর্ভ সময়ে ১৯৭৭ সন থেকে মানবাধিকার সংরক্ষণে নিয়োজিত থাকা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের শিক্ষকতা, সাংবাদিকতা এবং সংবাদপত্রের পথিকৃত হিসেবে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন। তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা,্ উপজেলা থানা ও পৌরসভাসহ সকল শাখার কার্যক্রম দতারকি করতে হবে।
Copyright © 2025 দৈনিক গিরিদর্পণ. All rights reserved.