রাঙ্গামাটিতে সেনা অভিযানে একে-২২ সহ ০৩ জন আটক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি সশস্ত্র সন্ত্রাসী দল পার্বত্য চট্টগ্রামে নাশকতার পরিকল্পনা করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখ আনুমানিক ভোর ৫ ঘটিকায় রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নস্থ তারাছড়ি এলাকায় সেনাবাহিনী কর্তৃক একটি বিশেষ অভিযান প্রচালনা করা হয়। উক্ত অভিযানে আঞ্চলিক রাজনৈতিক দল জেএসএস(মূলদল) এর সশস্ত্র সন্ত্রাসী বঙ্কিম চন্দ্র তঞ্চংগ্যা (৪৬), পিতা- অমৃত সেন তঞ্চংগ্যা, সাং-তারাছড়ি পাড়া, বিলাইছড়ি, রাঙ্গামাটি; পাভেল তঞ্চংগ্যা (২২), পিতা- বঙ্কিম চন্দ্র তঞ্চংগ্যা, সাং-তারাছড়ি পাড়া, বিলাইছড়ি, রাঙ্গামাটি এবং যতীন কান্তি তঞ্চংগ্যা (৪৮), পিতা- অমৃত সেন তঞ্চংগ্যা, সাং-তারাছড়ি পাড়া, বিলাইছড়ি, রাঙ্গামাটিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ০১টি একে-২২ (অটোমেটিক রাইফেল ), ০৩ রাউন্ড এ্যামুনিশন ও ০৪ টি চাইনিজ চাকু উদ্ধার করা হয়। অভিযানে উদ্ধারকৃত অস্ত্রসহ আটক সন্ত্রাসীদের বিলাইছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। এই অভিযান পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর একটি সফল অভিযান এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ রকম অভিযান অব্যাহত থাকবে।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930