২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন

২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সই করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ছবি: ফোকাস বাংলা

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে আসন্ন ২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়ইটার দিকে বাজেটে অনুমোদনের মধ্য দিয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষ হয়। খবর ইউএনবির।

এ বৈঠকে অনুমোদিত বাজেট বেলা ৩টা থেকে জাতীয় সংসদে উত্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

দুপুর পৌনে ১টা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রপরিষদ বৈঠক শুরু হয়। অসুস্থতার কারণে এর প্রায় আধাঘণ্টা পর দুপুর ১টা ২১ মিনিটে বৈঠকে যোগ দেন অর্থমন্ত্রী। বৈঠকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

এবার অর্থমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বাজেট পেশ করছেন মুস্তফা কামাল। এটি দেশের ৪৮তম ও আওয়ামী লীগ সরকারের ২০তম বাজেট।

প্রস্তাবিত ২০১৯-২০২০ অর্থবছরের বাজেটের আকার ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। এটি চলতি ২০১৮-২০১৯ অর্থবছরের মূল বাজেটের তুলনায় ৫৮ হাজার ৬১৭ কোটি টাকা এবং সংশোধিত বাজেটের চেয়ে ৮০ হাজার ৬৪৯ কোটি টাকা বেশি। চলতি অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা। লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করতে না পারা ও উন্নয়ন প্রকল্পে পরিকল্পনা অনুযায়ী অর্থ খরচ করতে না পারায় চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের আকার হয়েছে ৪ লাখ ৪২ হাজার ৫৪১ কোটি টাকা।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে তিন লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা। এর মধ্যে কর বহির্ভূত আয় ধরা হয়েছে ৩৭ লাখ ৭১০ কোটি টাকা। নতুন বছরে মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশের মধ্যে রাখার চেষ্টার কথা বলা হয়েছে। নতুন বাজেটে ঘাটতি ধরা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৩৮০ কোটি টাকা। এই ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ সূত্র থেকে ৭৭ হাজার ৩৬৩ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031