অসংক্রামক রোগ-ব্যাধি ঃ চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে একটি এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম অফিস ঃ অসংক্রামক রোগ-ব্যাধি (বিশেষত ডায়াবেটিস, ক্যান্সার, উচ্চ রক্তচাপ, স্থূলতা) প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর ও কনসাল্টিং ফার্ম ডিভিসি নিউজ টিভি অ্যান্ড দ্যা ইনক্রিডিবল জেভি এর সহিত চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে একটি এ্যাডভোকেসী সভা অত্র কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহন করেন চট্টগ্রাম জেলার বিভিন্ন পর্যায়ের কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ। উক্ত জেলা পর্যায়ের এ্যাডভোকেসী সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ও উপ-পরিচালক, ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী। সভায় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন, ডা. জি এম তৈয়ব আলী, এমও-সিএস, ডা. মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী অভি, এমও-ডিসি, ডা. মোঃ নুরুল হায়দার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জনাব সুমন চন্দ্র দেব নাথ, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জনাব লাক্রাইন চাক প্রমুখ। অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক জেলা পর্যায়ের এই এ্যাডভোকেসী সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন অত্র কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জনাব সুমন চন্দ্র দেবনাথ। ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, উপ-পরিচালক ও সিভিল সার্জন, চট্টগ্রাম উক্ত এ্যাডভোকেসী সভার উদ্দ্যেশ্য ও তাৎপর্য নিয়ে আলোকপাত করেন এবং অসংক্রামক রোগ-ব্যাধি বিভিন্ন ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন। তিনি তাঁর বক্তব্যে সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি উন্নয়ন ও সহযোগী সংস্থা সমূহের সকলকে এগিয়ে আসার আহব্বান জানান।
অনুষ্ঠানের সভাপতি ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী মহোদয় আরোও বলেন, অসংক্রামক রোগ-ব্যাধির প্রতি লক্ষ্য রেখেই স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা এই ধরনের সেবা প্যাকেজ অর্ন্তভুক্ত করেছে। তিনি স্বাস্থ্য খাতে সরকারের অর্জিত সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সরকারী পর্যায়ে অসংক্রামক রোগ-ব্যাধি বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি ব্যক্তি ও সামাজিকভাবেও সকলকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন ।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930