চট্টগ্রাম আঞ্চলিক মানবাধিকার প্রতিনিধি সভা-২০২০ অনুষ্ঠিত

বাংলাদেশ মানবাধিকার কমিশন-ইঐজঈ“চট্টগ্রাম আঞ্চলিক মানবাধিকার প্রতিনিধি সভা” ১৪ ফেব্র“য়ারি ২০২০ রোজ শুক্রবার সকাল ১১টায় ওয়েলপার্ক মিলনায়তন (নিজাম রোড, জিইসি মোড়) চট্টগ্রামে অনুষ্ঠিত হয়।
আঞ্চলিক মানবাধিকার প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঐজঈ’র প্রতিষ্ঠাতা ও সেক্রেটারী জেনারেল ড. সাইফুল ইসলাম দিলদার। চট্টগ্রাম অঞ্চলের গভর্নর সৈয়দ সিরাজুল ইসলাম কম চট্টগ্রাম আঞ্চলিক মানবাধিকার প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন। আঞ্চলিক সভায় বিশেষ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় গভর্নর সেতারা গাফফার, ডেপুটি গভর্নর সিকান্দার আলী জাহিদ, সিনিয়র ডেপুটি গভর্নর আমিনুল হক বাবু, ডেপুটি গভর্নর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ডেপুটি গভর্নর মোঃ রফিকুল ইসলাম, ডেপুটি গভর্নর মোহাম্মদ মশিউল আলম স্বপন। চট্টগ্রাম আঞ্চলিক মানবাধিকার প্রতিনিধি সভায় বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি অজিত কুমার দাশ, চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট, চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি মোঃ নওশাদ চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন আঞ্চলিক শাখার সভাপতি জসিম আহমেদ, বিশেষ প্রতিনিধি অসীম কুমার দাশ,ইঐজঈ’র বিশেষ প্রতিনিধি গোলাম কিবরিয়া মোল্লা, চট্টগ্রাম আঞ্চলিক শাখার নির্বাহী সভাপতি আল-সাদাত দোভাষ (সাগর), চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার নির্বাহী সভাপতি মোঃ শফিউল আলম, চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল বশর, চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান খান, চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান, চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এসএম ইশতিয়াক-উর-রহমান, চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মোঃ হাফিজ আল আছাদুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম চৌধুরী।
চট্টগ্রাম মহানগর উত্তর, দক্ষিণ, চট্টগ্রাম উত্তর জেলা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা, চট্টগ্রাম আঞ্চলিক শাখা, চট্টগ্রাম মেট্রোপলিটন আঞ্চলিক শাখা এবং চট্টগ্রাম মহানগর অধিভুক্ত সকল থানা শাখার প্রতিনিধিবৃন্দ চট্টগ্রাম আঞ্চলিক মানবাধিকার প্রতিনিধি সভায় যোগ দেন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31