বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে টেরেস্টিরিয়াল টেলিভিশন কেন্দ্রে রুপান্তরিত করবো-তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর ১৯ ডিসেম্বর বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের যাত্রা শুরু করে। ৩১ ডিসেম্বর ২০১৭ সালে একটি পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্রে উন্নীত করে ৬ ঘন্টা অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়। ১৩ এপ্রিল ২০১৯ সালে ৯ ঘন্টা এবং ২৬ জানুয়ারি ২০২০ সালে ১২ ঘন্টা অনুষ্ঠান সম্প্রচার কার্যক্রম শুরু করে। এখন এটি একটি পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র হিসেবে পরিচালিত হচ্ছে। দেশে তিনটি টেলিভিশন কেন্দ্রে রয়েছে। তিনটিই জাতীয় চ্যানেল। সংসদ টেলিভিশন বাংলাদেশ টেলিভিশনের কলাকুশলীদের দিয়ে পরিচালিত হয়। এটি সংসদ সচিবালয় দেখভাল করেন। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে সহসাই টেরেস্টিরিয়াল টেলিভিশন কেন্দ্রে হিসেবে রুপান্তরিত করার পরিকল্পনা রয়েছে। সবোর্চ্চ ছয় মাসের মধ্যে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে টেরেস্টিরিয়াল টেলিভিশন কেন্দ্রে হিসেবে সম্প্রচার করতে পারা যাবে।
তথ্যমন্ত্রী আজ শুক্রবার (২০ মার্চ) বিটিভি চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, এখন বিটিভি চট্টগ্রাম কেন্দ্র স্যাটেলাইট চ্যানেল হিসেবে দেখা যায়। টেরেস্টিরিয়াল টেলিভিশন হলে ক্যাবল সংযোগ ছাড়াই এ কেন্দ্রের অনুষ্ঠানমালা দেশব্যাপী দেখতে পাওয়া যাবে। এটি একটি জাতীয় চ্যানেল হিসেবে পরিচালিত হবে। মন্ত্রী বলেন, কয়েক দিন আগে বিতর্ক প্রতিযোগিতা উত্তরবঙ্গ থেকেও বিভিন্ন স্কুলের প্রতিযোগিরা অংশ নিচ্ছেন। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মাধ্যমে দেশের বিভিন্ন সংস্কৃতিও তুলে ধরা হয়। বর্তমানে ইংরেজি খবর ও বাণিজ্যিক সংবাদ সম্প্রচার করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তিনি আরো বলেন, চট্টগ্রাম দেশের বৃহত্তম বাণিজ্যিক রাজধানী। এখানে রয়েছে দেশের বৃহত্তম সমুদ্র বন্দর এবং ৯০ শতাংশ পণ্য আমদানি-রপ্তানি হয় এ চট্টগ্রাম বন্দর দিয়ে। এসময় মন্ত্রী বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে আধুনিক ভবন নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প নিয়ে কথা বলেন তিনি এবং অচিরেই সমাধান করার আশ্বাস দেন।
করোনাভাইরাস নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, করোনা একটি বৈশ্বিক সমস্যা। উন্নত দেশগুলোও করোনা নিয়ন্ত্রণ করতে হিমসিম খাচ্ছে। ১৬৭ টি দেশে করোনা সংক্রমিত হয়েছে। বাংলাদেশে একটি কুচক্রী মহল জনগণের মধ্যে গুজব ছড়িয়েছে। সে কারনে জনগণের মধ্যে আতংক বিরাজ করছে। এ কুচক্রী মহলকে সনাক্ত করার জন্য আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
ড. হাছান মাহমুদ বলেন, সরকার করোনাভাইরাস মোকাবিলার জন্য আন্তরিকতার সাথে কাজ করছে। এ জন্য মুজিববর্ষের অনেক প্রোগ্রাম সংকোচিত করা হয়েছে। তবে যারা গুজব ছড়াচ্ছেন তাদের সাথে বিএনপির যোগসাজস রয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী।

॥রাঙ্গামাটিতে দৈনিক গিরিদপর্ণ সম্পাদক মরহুম এ কে এম মকছুদ আহমেদের স্মরণসভা ও ইফতার মাহফিল পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার পথিকৃৎ প্রয়াত একেএম মকছুদ আহমেদকে রাষ্ট্রীয় সম্মাননায় ভুষিত করার দাবি

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31