
॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটি একতা শ্রমিক কল্যাণ সমিতির উদ্যোগে সমিতির ৪ শতাধিক সদস্যের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ সকালে রাঙ্গামাটির রিজার্ভ বাজারে সমিতির সদস্যদের হাতে ত্রাণ সহায়তা তুলে দেন।
শ্রমিকদের মাঝে ত্রাণ সহায়তা তুলে দেন রাঙ্গামাটি পৌরসভার ১ নং ওয়ার্ড মেম্বার হেলাল উদ্দিন, নিউ রাঙ্গামাটি ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, রাঙ্গামাটি একতা শ্রমিক কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সহ-সভাপতি রাইস মিয়া,
সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল মোস্তফা সহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সামাজিক দুরত্ব নিশ্চিত করার মাধ্যমে সমিতির সদস্যদের হাতে এই ত্রাণ সহায়তা তুলে দেয়া হয়।
রাঙ্গামাটি একতা শ্রমিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল মোস্তফা জানান, করোনা মহামারীতে রাঙ্গামাটিতে সব চেয়ে বেশী অসুবিধায় আছে শ্রমজীবি মানুষেরা। তারা পুরো পুরি কর্মহীন হয়ে পড়েছে। তারা তাদের পরিবার পরিজন নিয়ে না হারে অধ্যাহারে দিনাতিপাত করছে। সমিতির পক্ষ থেকে সর্বমোট ১২জনকে এই ত্রাণ সহায়তার আওতায় নিয়ে আসা হবে। প্রথম পর্যায়ে ৪০০ জনকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্যদের এই সহায়তা প্রদান করা হবে।