
॥রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান॥ কখনো থেমে থেমে, কখনো একটানা বৃষ্টি চলছে পার্বত্য জেলা বান্দরবানে। রমজানের ২য় দিনে একদিকে বৃষ্টি, আর অন্যদিকে লকডাউন তারপর বিভিন্ন স্থানে জলাবদ্বতা সবমিলিয়ে নাকাল সাধারণ জনগণের জীবনযাপন। বৃষ্টিতে বান্দরবানের কোথাও কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে ভাসমান মানুষ। বৈশাখের অবিরাম বর্ষণে কিছু এলাকায় জমে গেছে পানি, ফলে সীমাহীন র্দুভোগের মধ্যে পড়ছে সাধারণ জনসাধারন। সঠিকভাবে পানি নিষ্কাশন না হওয়ায় অনেক সড়কে পানিতে ভর্তি হয়ে যায়, সড়কের এই জলাবদ্ধতার কারণে অনেকে রাস্তা দিয়ে চলাচল করতে বাঁধাগ্রস্থ হয়।
Post Views: ১১৭