দীঘিনালায় প্রথমবারে করোনা পজেটিভ হলেও দ্বিতীয়বারে নেগেটিভ

নিজস্ব প্রতিনিধি, দীঘিনালা: খাগড়াছড়ি জেলার দীঘিনালায় করোনা ভাইরাসে আক্রান্ত এরশাদ চাকমা নমুনা সংগ্রহ প্রথমবারে পজেটিভ ধরা পড়লেও দ্বিতীয় বারের নমুনায় ফলাফল  নেগেটিভ এসেছে। গত ৩০ এপ্রিল নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম বিআইটিআইডিতে পাঠানো হলে আজ (০৩ মে) রবিবার নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। এর আগে গত ২২ এপ্রিল তাঁর নমুনা সংগ্রহ করা হলে, ২৯ এপ্রিল তা পজেটিভ ধরা পড়ে। করোনা ভাইরাস আক্রান্ত ব্যাক্তির নাম এরশাদ চাকমা (৩৫)। সে নারায়নগঞ্জের ‘অনন্ত ওয়াসিং” নামের একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন| সে উপজেলার কামাকোছড়া গ্রামের ব্রিঙ্গরাজ চাকমার ছেলে|  জানাযায়, গত ১৭এপ্রিল/২০ ইং তারিখ নারায়নগঞ্জের আদমজি থেকে  স্ত্রীসহ রওয়ানা দিয়ে ১৮ এপ্রিল দীঘিনালা এসে পৌছে| পরে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন হিসেবে কামাকোছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রেরণ করা হয়| ওই বিদ্যালয়ের ভবনে সে স্ত্রীসহ ১০ জন অবস্থান করেন| এছাড়া এ বিদ্যালয়ের পার্শ্ববর্তী ভবনে ৪৫জন অবস্থান করছেন|  এদিকে গত ১লা মে শুক্রবার হোটেল ইউনিটিকে আইসোলেশন কেন্দ্র ঘোষনা করে এরশাদ চাকমাকে আইসোলেসনে আনা হয়।  এরশাদ চাকমা জানান, আমি প্রথম থেকেই নিজেকে পুরোপুরি সুস্থ মনে করছি। আমার হাচি কাশি বা জ্বর  এ ধরনের কোন উপসর্গ ছিলো না। দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডাঃ তনয় তালুকদার জানান, গত ২২ এপ্রিল প্রথম বার নমুনা সংগ্রহ করে, চট্টগ্রাম বিআইটিআইডিতে পাঠানো হলে  ২৯ এপ্রিল করোনা ভাইরাসের নমুনা পজেটিভ ধরা পড়ে। পরে আবার ১লা এপ্রিল দ্বিতীয় বার নমুনা সংগ্রহ করে পাঠানো হলে আজ (রবিবার) ফলাফল নেগেটিভ আসে|

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া জুলাই এর গণঅভূত্থানে ছাত্র জনতার রক্তদান এবং অসংখ্যজনের পঙ্গুত্ব বরণের মধ্যদিয়ে আমরা নতুন দেশ পেলাম —–প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031