বান্দরবান সদর হাসপাতালে করোনা সংক্রামক ঠেকাতে জীবাণুনাশক টানেল স্থাপন

॥রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান॥ বান্দরবান সদর হাসপাতালে করোনা ভাইরাস সংক্রামক ঠেকাতে জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে।
সোমবার সকালে বান্দরবান সদর হাসপাতালের মূল ফটকে এই জীবাণুনাশক টানেলের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, সদস্য ক্যসাপ্রু, সিভিল সার্জন ডা.অং সুই প্রু মারমা, ডেপুটি সিভিল সার্জন ডা: মংটিং ঞো, সদর হাসাপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: জসিম উদ্দিন, বাংলাদেশ রেডক্রিস্টেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক উসিং হাই রবিন বাহাদুরসহ বান্দরবানের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সদর হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, সারা বিশ্বে কোভিড ১৯ ভাইরাসের কারণে অসংখ্য জনসাধারণ আক্রান্ত হচ্ছে এবং অনেকে সুস্থ হয়ে ওঠলে ও মৃত্যুবরণ করছে বহু জনসাধারণ। বাংলাদেশ সরকার কোভিড ১৯ ভাইরাস মোকাবেলায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে, সরকারের পক্ষ থেকে অসহায়দের ত্রাণ বিতরণসহ নানা জীবানুনাশক সামগ্রী প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি কেন্দ্রীয় ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক উসিং হাই রবিন বাহাদুরের পক্ষ থেকে বান্দরবান সদর হাসপাতালে জীবাণুনাশক টানেল বসানোর কার্যক্রমকে স্বাগত জানান এবং এই মহামারিতে সকল জনসাধারণকে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলার আহবান জানান।
স্বাস্থ্য বিভাগ জানায়, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক উসিং হাই রবিন বাহাদুরের পক্ষ থেকে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে এই জীবাণুনাশক টানেল প্রদান করা হয়েছে এবং হাসপাতালে আসা সকল ব্যক্তিরা এখন থেকে এই জীবাণুনাশক টানেলের মধ্যে প্রবেশ করে হাসপাতালে প্রবেশের সুযোগ পাবে আর এতে সবাই জীবাণুমুক্ত থাকবে বলে আশা স্বাস্থ্য বিভাগের।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031