
॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটিতে করোনায় আক্রান্ত ব্যক্তিদের ঘরে ঘরে ঈদ উপহার পৌছে দিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।
শনিবার (২৩ মে) সকালে শহরে ১৮ জন ব্যক্তির কাছে এই ঈদ উপহার পাঠানো হয়। এসব উপহার সামগ্রী পৌছে দেন রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি উত্তম কুমার দাশ।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাল, দুধ, চিনি, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী।
এ সময় এনডিসি উত্তম কুমার দাশ বলেন, করোনা আক্রান্ত ব্যক্তিরা যেন ঈদের দিনগুলো আনন্দে কাটাতে পারে সেজন্য তাদের এই উপহার সামগ্রী। এসময় এনডিসি চিকিৎসার জন্য স্বাস্থ্য বিভাগের নিয়ম মেনে চলার অনুরোধ জানান।
Post Views: ১১০