
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড স্কুল বরাবরের মতো এবারও এসএসসি পরীক্ষায় ঈষর্ণীয় ফলাফল অর্জন করেছেন। প্রকাশিত ফলাফলে এই বছর ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান হতে বিজ্ঞান, ব্যবসা শিক্ষা ও মানবিক বিভাগে ৯৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৯০ জন পাশ করেছে অর্থাৎ ৯৫.৭৪% শিক্ষার্থী পাস করেছে এই প্রতিষ্ঠান থেকে। তৎমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৭ জন পরীক্ষার্থী। উল্ল্যেখ যে লেখাপড়ার পাশাপাশি কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড স্কুল এর শিক্ষার্থীরা চট্রগ্রাম বিভাগ এমনকি জাতীয় পর্যায়ে ক্রীড়া, সংস্কৃতি, বিতর্ক এবং স্কাউটিং এ সফলতা অর্জন করে আসছে। কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড স্কুলের প্রধান শিক্ষক মো আব্দুল্লাহ – আল- মামুন এই ফলাফলের প্রতিক্রিয়ায় জানান, এই ফলাফলের অবদানে সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করেন উক্ত বিদ্যালয়ের সভাপতি কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার এ টি এম আবদুজ্জাহ এবং ডি এম মো সুফি আলমের প্রতি।সেই সাথে তিনি স্কুলের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা সর্বোপরি স্কুল পরিচালনা কমিটির সার্বিক দিক নির্দেশনায় একটি ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে বলে জানান। তিনি জানান আগামীতেও প্রতিষ্ঠানটি তাদের সুনাম ধরে রাখবে। এদিকে কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড স্কুল এর এই ফলাফলে অভিনন্দন জানিয়েছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ। তাঁরা জানান আগামীতেও এই প্রতিষ্ঠানটি তাদের সফলতা অক্ষুন্ন রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Post Views: ১৪৪